আমাদের কথা খুঁজে নিন

   

ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য এ জয় বড় দরকার ছিলো। নতুন চ্যাম্পিয়নদেরকে অভিনন্দন

জনারণ্যে নির্জনতায় আক্রান্ত। নির্জনতাই বেশী পছন্দ, নিজের ভেতরে ডুবে থাকতেই ভাল লাগে। কিছুটা নার্সিসিস্টও। ক্রিকেটের জন্য বিশেষ করে ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেটের পুনরুজ্জীবনের জন্য এই জয় বড় দরকার ছিলো। ওয়েষ্ট ইন্ডিজের স্বর্নসময়ের শেষ দিকে "ওয়েষ্ট ইন্ডিজ" অথবা "ওয়ালস-এমব্রোস" যে নামগুলি স্কুলে পড়াকালীন সময়ে আমাদের প্রজন্মের রক্তে নাচন ধরাতো সেটা দিন দিন নিভতে নিভতে শুধু টিমটিম করে জ্বলছিলো সেটাই নতুন করে আলোর দেখা পাবে এই জয়ে।

ক্রিকেটের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়া তাদের তরুনরা বেইস-বল অথবা বাস্কেট-বল ফেলে ক্রিকেটের দিকে ফেরার একটা সুযোগ মনে হয় সৃষ্টি হলো। নতুন করে স্বাগতম জানাই আমরা ওয়েষ্ট ইন্ডিজকে ক্রিকেটর হালের ভার্শন টুয়েন্টি-২০ তে। গেইলের হাত ধরে ওয়েষ্ট ইন্ডিজ নতুন পথের দেখা পাক সেটাই কামনা করি। আজ পুরো টিম হিসেবেই তাদের এই বিজয়, খেলা যারা দেখেছেন তারা এক বাক্যেই স্বীকার করবেন এই কথাটি। অসাধারন এক জয় হলো আজ ক্রিকেটের।

অভিনন্দন ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেট টিম। অভিনন্দন চ্যাম্পিয়ন টিম। সুন্দর ফাইনালের জন্য শ্রীলংকা টিমকেও অভিনন্দন। দারুন একটি আসরের আয়োজনের জন্যও তারা অভিনন্দন পাবেন। ফলাফল : ওয়েষ্ট ইন্ডিজ ১৩৭/৬ (২০/২০ ওভার) : শ্রীলংকা ১০১ (১৮.৪/২০ ওভার) ওয়েষ্ট ইন্ডিজ ৩৬ রানে জয়ী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.