ভারতের West Bengal / ওয়েষ্ট বেঙ্গল রাজ্যের নতুন নাম 'পশ্চিম বঙ্গ' রাখা হয়েছে আজকে। এখন থেকে No More West Bengal. আজকের সর্বদলীয় বৈঠকে রাজ্যের নতুন নাম পশ্চিমবঙ্গ গৃহীত হয়েছে। এ রাজ্যের সম্ভাব্য নতুন নাম নিয়ে মোট ছ’টি প্রস্তাব ছিল। বঙ্গ, বঙ্গপ্রদেশ, বাংলা, গৌড়বঙ্গ, বঙ্গভূমি এবং পশ্চিমবঙ্গ থেকে শেষের নামটিকেই বেছে নেওয়া হয়েছে সর্বদলীয় বৈঠকে। ইংরেজিতে ‘ওয়েস্ট বেঙ্গল’ নয়, গৃহীত সিদ্ধান্তে সে ভাষাতেও পশ্চিমবঙ্গই লেখা হবে। কিন্তু আমার মতে 'বাংলা প্রদেশ' রাখা উচিত ছিল। স্বাধীন বাংলা = বাংলাদেশ, পরাধীন বাংলা = বাংলা(প্র)দেশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।