সোয়াইন ফ্লু এ বিশ্ব জুড়ে
মরছে মানুষ শত
দিনে দিনে রোগের প্রভাব
বাড়ছে অবিরত
আমেরিকা বৃটেন এবং
জাপান অস্ট্রেলিয়া
করছে মানুষ জীবন যাপন
মরণ ঝুকি নিয়া
মহামারীর আশন্কাতে
স্বাস্হ্য বিভাগ ভীত
সর্দি কাশি হলে মানুষ
হচ্ছে আতংকিত
জোয়ান বুড়ো সবার মনে
হচ্ছে মরণ শন্কা
সবখানে তাই হাসপাতালে
বাড়ছে রোগীর সংখ্যা
শন্কা ভয়ে কাজ হবেনা
ভাঙবে বরং মন
বাঁচতে হলে থাকতে হবে
সবাই সচেতন ।
বিশ্ব জুড়ে এমন তরো
সংক্রামিত রোগে
মরে হাজার লক্ষ মানুষ
সকল যুগে যুগে
যুগের তালে আমরা সবে
ভুলছি মরণ কথা
ব্যাধির নামে তাইতো আসে
মৃর্ত্যু বারতা
যেমন করে বিশ্ব জুড়ে
বড়ছে অনাচার
ভবিষৎ এ বাড়তে পারে
অধিক মৃর্ত্যুহার ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।