আমাদের কথা খুঁজে নিন

   

আমি নিজেকে কেন একই জায়গায় রাখতে চাই?

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

আসলে আমার প্রোফাইলের লেখাটাই অনেকের মধ্যে খটকা সৃষ্টি করে। এই ৩৫ বছরেই আমি আছি অনেক বছর ধরে। আমার বয়স বাড়ছেও না আর কমার তো প্রশ্নই উঠেনা। অনেকেই অনেকবার জানতে চেয়েছে, কেন আমি আনুমানিক ৩৫ বছর বয়সী।

আমি অনেকবার এটা উত্তর দিয়েছি। আসলে আমি নিজেও জানিনা আমার বয়স কত? তবে আমি সারাজীবনই আমাকে এই জায়গায় দেখতে চাই। আমি মনে করি, একটা মানুষের পুরো জীবনের প্রাইম টাইম হলো এই মাঝামাঝি সময়টা। ধরে নেই, বাংলাদেশের মানুষের স্বাভাবিক জীবনকাল যদি ৬৫-৭০ বছর হয়। তবে আনুমানিক ৩৫ বছর সময়টাই প্রাইম টাইম।

এই সময়টাতে মানুষের জীবনের বড় একটা টার্ন আসে। সেটা হতে পারে সাফল্য অথবা ব্যর্থতা। আর মূলতঃ এই সময়ের ফলাফলেই মানুষের বাকী জীবনের পথ বেছে নিতে হয়। তাই এই সময়টা খুবই মূল্যবান। দৈহিক ও মানসিক এনার্জিও এসময়ে থাকে প্রবল।

ইচ্ছা করলেই মানুষ তার জীবনকে খুব সুন্দর একটা ধারায় প্রবাহিত করতে পারে। গতকাল আমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দুজনের দেয়া দুটো শুভেচ্ছা পোষ্ট দেখেছি। সেখানে অনেকেই আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। আমি তাদের শুভেচ্ছায় স্নাত হয়েছি। আবার সেখানে এবং ফেইসবুকে এই ৩৫ বছর বয়সের ব্যাপারটা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন।

সেই কারণ থেকেই পোষ্টটি আজকে দেয়া। তবে আমি সবার কাছে দোয়া চাই, আমি যেন সারাজীবনই ৩৫ বছর বয়সেই থাকি। [নিজের ঢোল, নিজে পিটানো টাইপের একটা পোষ্ট, কেউ এটা অন্যক্ষেত্রে প্রবাহিত করতে চাইলে তার জন্য লেখক কখনই দায়ী থাকবে না ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.