শোবিজস্পাই ডটকম জানিয়েছে, ফ্রান্সের পারফিউম ব্র্যান্ড ‘ডিওর হম’-এর বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে রবার্ট উপলব্ধি করেছেন নিজের সঙ্গিনীর মধ্যে কী কী গুণ দেখতে চান তিনি।
রবার্ট বলেন, “বিজ্ঞাপনে একটি চুম্বনের দৃশ্য ছিল। শুটিং শেষে সবাই যখন ওটা দেখছিল আমি তখনই লজ্জায় পড়ে গিয়েছিলাম।”
তিনি আরও বলেন, “ঠিক তখনই ক্যামেলি কৌতুক করে বলে উঠল ‘উ লা লা’! আমি অবাক হয়ে তার দিকে তাকালাম আর বললাম, তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছ? আমার ধারণা ছিল কেবলমাত্র ব্রিটিশরা এ ধরনের বিষয় নিয়ে কৌতুক করতে পারে।”
রবার্ট আরও বলেন, “আমি ভাবতেও পারিনি কোনো ফরাসি নারীর কাছে এ ধরনের বিষয় এতটা সহজ মনে হবে। তখনই বুঝতে পারলাম আমি আসলে একজন ফরাসি প্রেমিকা চাই।”
ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে বিচ্ছেদের পর বর্তমানে একাকী জীবন কাটাচ্ছেন ২৭ বছর বয়সী রবার্ট। আর ফরাসি এই পারফিউম ব্র্যান্ডের বিজ্ঞাপনে তিনি কাজ করেছেন ফরাসি মডেল ক্যামিলি রোয়ির সঙ্গে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।