বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্উক, হে ভগবান।রবীন্দ্রনাথ
হাইকু হল তিন লাইনের জাপানি কবিতা।
সপ্তদশ শতকের জাপানে হাইকুর উদ্ভব।
তারপর সারাবিশ্বে অসম্ভব জনপ্রিয় হয়েছে হাইকু ।
ফরাসী কবি পল এলুয়ার্দের (১৮৯৫-১৯৫২ ) লেখা পাঁচটি হাইকু-
ইতস্তত
বাতাস
বাতাস ভরা সিগারেট গড়িয়ে নেয়
মৌন মেয়েটি কথা বলছে
এ হল শিল্পের ব্যর্থতা
এই দুবোর্ধ্য ভাষা
মোটর গাড়ি সত্যি এল তাহলে
চার শহীদের মাথা
চাকার নিচে ঘুরছে
আহ! অজস্র শিখা, আগুন
আলো, ছায়া!
আমাকে অনুসরন করছে সূর্য
টুপিতে গোঁজা হয়েছে পালক
হালকা ছোঁওয়া
চিমনিতে ধোঁওয়া
ফরাসী কবি পল এলুয়ার্দ; পরাবাস্তব কবিতার অন্যতম পথিকৃৎ ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।