আমাদের কথা খুঁজে নিন

   

উইন্ডোজ টিপসঃ কম্প্রেসড বুট ফাইল সমস্যা

~ ভাষা হোক উন্মুক্ত ~
গত মাসে আমার কম্পিউটারের C: ড্রাইভ ক্লিন করতে গিয়ে ভুল করে 'Index this drive for faster searching' টিক বক্স থেকে টিক তুলে দিতে গিয়ে 'Compress this Drive to save disk space' টিক বক্সে টিক দিয়ে ফেলি। একটা কনফার্মেশন ম্যাসেজ দেয়, সেটাতেও কি লিখেছে না দেখেই ইয়েসে ক্লিক করি। ফলাফলঃ রিস্টার্ট করতে গিয়ে ম্যাসেজ - "BOOTMGR Compressed, press Ctrl+Alt+Del to restart"। বার বার রিস্টার্ট করেও কিছু হয়না, মানে পিসি বুট করেনা। এই সমস্যা আমাদের মত টেকি মানুষ থেকে শুরু করে যে কারও কম্পিউটারেই হতে পারে।

এই সমস্যার সহজ সমাধান নিয়েই আজকের ব্লগ। সমাধানঃ ১. সিডি বা ডিভিডি থেকে উইন্ডোজ সেট আপ চালু করুন ২. ইন্সটল উইন্ডোর নীচে বা দিক থেকে 'Repair your Computer' সিলেক্ট করুন। ৩. 'select your OS' উইন্ডো থেকে 'Load Drivers' সিলেক্ট করুন, একটি ড্রাইভ একপ্লোরার (সাধারনত আমরা যেভাবে হার্ড ডিস্ক পার্টিশন গুলো চালু কম্পিউটারে দেখি) উইন্ডো খুলবে। ৪. C: ড্রাইভে রাইট ক্লিক করে 'Compress this Drive' অপশনটি থেকে টিক তুলে দিন, এপ্লাই করুন, 'apply including subfolders/files' OK করুন। ৫. উইন্ডোজ রিস্টার্ট করুন।

স্বাভাবিক ভাবে আপনার পিসি স্টার্ট হবে
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.