গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।
বাংলাদেশে প্রচলিত টাকার নোট সম্পর্কে আমরা কতটুকু জানি।
বাংলাদশে কাগজের নোট ৯ টি। যথা, ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট
=> সরকারী নোট= ২ টি। যথা, ১ ও ২ টাকার নোট
=> ব্যাংক নোট =৭ টি।
যথা, ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট
=> সরকারী নোট এ সাক্ষর থাকে র্অথ সচববের।
=> ব্যাংক নোটে সাক্ষর থাকে বাংলাদশে ব্যাংকরে র্গভনরের।
নামাজরে অবশ্বিাস্য ১১ টি উপকারিতাঃ
১/ নামাজে যখন সিজদা করা হয় তখন
আমাদের মস্তিস্কের রক্ত দ্রুত প্রবাহতি হয়।
ফলে আমাদরে স্মৃতি শক্তি অনকে বৃদ্ধি পায়।
২/ নামাজে যখন আমরা দাঁড়াই তখন
আমাদের চোখ জায়নামাজের সামনের ঠিক
একটি কেন্দ্রে স্থির অবস্থানে থাকে
ফলে মনোযোগ বৃদ্ধি পায়।
৩/ নামাজের মাধ্যেম আমাদের শরীরের
একটি ব্যায়াম সাধিত হয়। এটি এমন একটি
ব্যায়াম যা ছোট বড় সবাই করতে পারে।
৪/ নামাজের মাধ্যমে আমাদের মনে
অসাধারন পবরবর্তন আসে।
৫ নামাজ সকল মানুষের দেহের
কাঠামো বজায় রাখে। ফলে শারীরিক
বিকলাঙ্গতা লোপ পায়।
৬/ নামাজ মানুষের ত্বক পরষ্কিার
রাখে। যেমন ওজুর সময় আমাদের
দেহের মূল্যবান অংশগুলো পরিস্কার
করা হয়। এর ফলে বিভিন্ন প্রকার
জীবানু হতে আমরা সুরক্ষিত থাকি।
৭/ নামাজের আগে ওজুর সময় মুখমন্ডল ৩বার ধৌত
করার ফলে আমাদের মুখের ত্বক উজ্জল হয়
এবং মুখের দাগ কম দেখা যায়।
৮/ ওজুর সময় মুখমন্ডল যেভাবে পরিস্কার
করা হয় তাতে আমাদের
মুখে এক প্রকার মেসেজ তৈরী হয়।
ফলে আমাদের মুখের রক্ত প্রবাহ
বৃদ্ধি পায় এবং বলিরেখা কমে যায়।
৯/ কিশোর বয়সে নামাজ আদায় করলে মন
পবিত্র থাকে। এর ফলে নানা প্রকার
অসামাজিক কাজ থেকে সে বিরত থাকে।
১০/ নামাজ আদায় করলে মানুষের
জীবনি শক্তি বৃদ্ধি পায়।
১১/ কেবল মাত্র নামাজের মাধ্যমেই
চোখের নিয়মিত যত্ন নেয়া হয়।
ফলে অধিকাংশ নামাজ আদায়
কারী মানুষের দৃষ্টি শক্তি বজায় থাক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।