আমাদের কথা খুঁজে নিন

   

আমরা সবাই এই বিষয়গুলো জানি কি ?

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

বাংলাদেশে প্রচলিত টাকার নোট সম্পর্কে আমরা কতটুকু জানি। বাংলাদশে কাগজের নোট ৯ টি। যথা, ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট => সরকারী নোট= ২ টি। যথা, ১ ও ২ টাকার নোট => ব্যাংক নোট =৭ টি।

যথা, ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট => সরকারী নোট এ সাক্ষর থাকে র্অথ সচববের। => ব্যাংক নোটে সাক্ষর থাকে বাংলাদশে ব্যাংকরে র্গভনরের। নামাজরে অবশ্বিাস্য ১১ টি উপকারিতাঃ ১/ নামাজে যখন সিজদা করা হয় তখন আমাদের মস্তিস্কের রক্ত দ্রুত প্রবাহতি হয়। ফলে আমাদরে স্মৃতি শক্তি অনকে বৃদ্ধি পায়। ২/ নামাজে যখন আমরা দাঁড়াই তখন আমাদের চোখ জায়নামাজের সামনের ঠিক একটি কেন্দ্রে স্থির অবস্থানে থাকে ফলে মনোযোগ বৃদ্ধি পায়।

৩/ নামাজের মাধ্যেম আমাদের শরীরের একটি ব্যায়াম সাধিত হয়। এটি এমন একটি ব্যায়াম যা ছোট বড় সবাই করতে পারে। ৪/ নামাজের মাধ্যমে আমাদের মনে অসাধারন পবরবর্তন আসে। ৫ নামাজ সকল মানুষের দেহের কাঠামো বজায় রাখে। ফলে শারীরিক বিকলাঙ্গতা লোপ পায়।

৬/ নামাজ মানুষের ত্বক পরষ্কিার রাখে। যেমন ওজুর সময় আমাদের দেহের মূল্যবান অংশগুলো পরিস্কার করা হয়। এর ফলে বিভিন্ন প্রকার জীবানু হতে আমরা সুরক্ষিত থাকি। ৭/ নামাজের আগে ওজুর সময় মুখমন্ডল ৩বার ধৌত করার ফলে আমাদের মুখের ত্বক উজ্জল হয় এবং মুখের দাগ কম দেখা যায়। ৮/ ওজুর সময় মুখমন্ডল যেভাবে পরিস্কার করা হয় তাতে আমাদের মুখে এক প্রকার মেসেজ তৈরী হয়।

ফলে আমাদের মুখের রক্ত প্রবাহ বৃদ্ধি পায় এবং বলিরেখা কমে যায়। ৯/ কিশোর বয়সে নামাজ আদায় করলে মন পবিত্র থাকে। এর ফলে নানা প্রকার অসামাজিক কাজ থেকে সে বিরত থাকে। ১০/ নামাজ আদায় করলে মানুষের জীবনি শক্তি বৃদ্ধি পায়। ১১/ কেবল মাত্র নামাজের মাধ্যমেই চোখের নিয়মিত যত্ন নেয়া হয়।

ফলে অধিকাংশ নামাজ আদায় কারী মানুষের দৃষ্টি শক্তি বজায় থাক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.