আমাদের কথা খুঁজে নিন

   

আকাশ জোড়ে আষাঢ়



আকাশ পাড়ে হাওয়ার ভরে মেঘ শিশুরা যাচ্ছে উড়ে- যাচ্ছে উড়ে ঐ সুদূরে আবার ঘুরে আসবে ফিরে। যাচ্ছে সেথাই যাক। যাচ্ছে হেথায়, কিন্তু কুথা ? আসলনা হায়, আমরা বৃথা- আকাশা পারে থাকিয়ে পড়ে ব্যার্থ্ চোখে নুইয়ে মাথা মেঘ এলনা, এল ঘরের ডাক। জৈষ্ঠ্য গেল এল আষাঢ় আশার বাসা মনে সবার, মেঘ শিশুরা যুবক এবার আকাশ জোড়ে কাল আধাঁর, সূর্য্য তোমার প্রতাপ ভেঙে যাক। অঝোর ধারে বৃষ্টি ঝড়ে সপ্তা গিয়ে পক্ষ জোড়ে, এক টু খানি থামিয়ে পরে রিমঝিমিয়ে আবার পড়ে।

আবাড় অঝোর, গুড়গুড়িয়ে ডাক। ঘর থেকে আর যায়না বেরন আকাশ খানা ছায়ের বরন। "ছোট্ট খোকা কাঁদছে এমন? 'কাদায় আছার কাঁদার কারণ' " চালার ছায়ায় কাক-ভেজা হয় কাক মেঘের আগুন বিজলী হয়ে ভয় জাগানো নিনাদ লয়ে তার শাসনে আপন মনে করছে শাসন বিশ্ব-লয়ে, ভাল্লাগেনা' এবার আকাশ নীল ছড়িয়ে যাক। পড়ার ঘরে খুকন পড়ে "আষাঢ় ছড়া" আকাশ জোড়ে। "" আকাশ জোড়ে সাঁজ করিল আকাশ হল মেঘলা।

তাহার পরে বৃষ্টি এল বইল হাওয়া পাগলা। বৃষ্টি ঝড়ে অঝোর ধারে বর্ষা এল চতুর পারে পথ ভাসিল জলের তোরে। কেমনে যাব সখির ঘরে পুতুল বিয়ে দেবার তরে। তাই গড়িলাম সেতু এবার- পুতুল বিয়ে চরুইভাতি এবার হবে তেমার আমার। লাগবে সিঁদুর' লাগবে হলুদ' আরো লাগবে চন্দন, তোমার প্রীতি অবশেষে আমায় দিল বন্ধন।

""

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।