আমাদের কথা খুঁজে নিন

   

বাঙ্গালের সুপার ফ্লপ রিপোষ্ট

ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো
গত কয়েক দিন টপে(ফুরফুরা হাজুলা) থাকুনের পরে আইজকা মনটা স্মরন কালের সব রেকর্ড ভাইঙ্গা মন খারাপের সর্বচ্চো স্কোর করছে। ক্যান? কইতারি না। আজকে আকাশটাও বিট্রে করছে। তাড়াতাড়ি বাসায় গিয়া মনটারে ফরমালিনের জারে ডুবায়া রাখমু ভাবছিলাম। লিফটেও সামনে দাঁড়াইতেই পিছনে কড়াত কইরা একটা বাজ পড়লো।

কাচে ঘের দেওয়া করিডোর দিয়া আকাশটা বান্ধানো আমার। দূউউরে মেঘের ভিতরে দুইটা টুইন টাওয়ারের দুইটা চুক্ষা মাথা দেখা যায়। যাশশালা! পুরা বরবাদ... অফিসেই থাকতে হইবো। ক্যান মন খারাপ... এই বিষয়ে একটু রিসার্চ কইরা টাইম পাস করা যায়। গত হপ্তায় কনফারেন্সে যে মেয়েটা নানা প্রশ্ন করে অস্থির কইরা ফেলাইতেছিল... সেই কি কারন? হইতাম পারে।

মেয়ে আগুনের গোলা আছিল। সবঠিক মতই চলতাছিল। খালি শেষটায় কেরা লাইগা গেল। যেই জিগাইল "উ আর ফ্রম... "... বাংলাদেশ নামটা শুইনাই...১৮০ডিগ্রীতে মুখ ঘুরাইলো। দেশের লিগা একটা প্রেম মুহাব্বত শহীদ হইল... আফসুস নাই তেমন।

তালে? সকালেই মেজাজটা খারাপ হয়... হাজার ইমেইল...গ্রুপ মেইল...দেইখা...আর সামুতে অদেখা মন্তব্যের ঘরের শুন্যটারে দেইখা। তাই ঠিক করলাম আইজকা কিছু লেখমুই। কিন্তু মাথায় কিছুই নাই...আপাতত ফেসবুক স্ট্যাটাস গুলান তুইলা দিলাম। ৭জুলাইঃ রাজার হস্ত করে সমস্ত বাঙ্গালের ধনচুরি! ৬জুলাইঃ মন ভাল নাই...তাই মনের ক্ষ্যাতা পুড়ি! ৫। মানুষ ভাবে এক... হয় আরেক= ২।

আর আমি ভাবি ২, আর হয় ১। ধুসসালা! ৪। ফেদেরার লুক্টা ব্রাজিলের মত... কেমতে কেমতে জানি জিইতা যায়! ৩। "4টি বন্ধুত্বের প্রস্তাব, 3 টি অনুষ্ঠান আমন্ত্রন"--ফেসবুক বাংলা...চমেতকার! ২। এই কে আছিস... এক কাপ চা দিয়ে যা! ১।

ঘবেষনা দুনিয়ায় এখন আমাকে সার্চ দিলেই পাওয়া যায়...ব্যাপক বিগ্লিত...সাইন্স ডাইরেক্ট জিন্দাবাদ! ৩০জুন। দুনিয়া বিলা লাগে...বিলা লাগে দিন... বিলা লাগে রাইত... ঘুম আসে না হইলে কাইত। ২৯। ভাবছি হৃদয় টাকে রাখব ফরমালিনের জারে... অনেকদিনের অযত্ন-অবহেলায় পচে নষ্ট হতে পারে। ২৭।

মাথায় একটা এউএসবি পোর্ট লাগাইতে চাই... কপি পেষ্ট করতেই হাপায়া গেছি। ফির মিলেঙ্গে! ফ্লপ পোষ্টের তলে একটা হিট গান ভইরা দেই -------------------------------------------------- অন্যান্য লেখাঃ খুচা দিয়া পড়েন বাংলাদেশ: কিরম আস? ঢাকায় থাকি আমার বউ কই? -------------------- ব্যানানা বাংলাদেশ-৩ (গডফাদারের স্টিমুলাস মূলা) ব্যানানা বাংলাদেশ-২ (প্রথম আলোর ইহুদীডিম্ব!) ব্যানানা বাংলাদেশ-১ (ইকোনমিক হিটম্যান)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।