কতটুকো নিকোটিন আমার রক্ত কণিকায় পৌঁছলে
এ সমাজ নিজেকে ধন্য মনে করে
আমি জানি না।
তাই এ সমাজের একজন হয়ে, প্রতিদিন
অর্থের অভাব বাড়িয়ে, চমকপ্রদ বিজ্ঞাপন
এ সবতো মানি না।
পরিমিত সেবনে, গোখরার বিষ যেখানে ঔষধ,
সেখানে হাজারো ছোবল কেন, মানুষ রূপে
মানুষের ওপর।
হৃদরোগ, ক্যান্সার, এ সবইতো শেষ নয়,
এ সমাজ হৃদয়ে আরো আছে অনেক ভয়,
খুঁজে দেখি আজ তাই।
প্রতিটি মানুষের স্বার্থপর ছোবলে,
তাদের দৃষ্টির নিকোটিন কবলে,
বিষ এর থেকে বেশি নাই।
সমাজের পরিবর্তন চাই, হৃদরোগ শুধু
নিকোটিনেই হয় নাই, পরিমিত
আফিম সেবন এখন অপরিমিত।
পরিমাণ জানতে গবেষণা চলছে তবু,
মানব হৃদয় যেখানে উৎপাদক হয়েছে,
বিষ ও নিকোটিন এর।
পরিত্রাণ যদি চেয়ে থাকো সবাই
বন্ধ কর নিকোটিন, যত হোক কঠিন
সমাধান পাবে এ সবের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।