তবুও জীবন যাচ্ছে কেটে...জীবনের নিয়মে....
রাতের আঁধার চিরে চাঁদটার অসহ্য জোছনায়
অলস সময়গুলোর মাঝে আমার একবিন্দু ব্যস্ততা।
তোমার অধরে অধর ঠেকিয়ে একটুখানি উত্তাপ
আমার ধমনীতে ছড়িয়ে দেয় এক আশ্চর্য্য শিহরণ।
আবার লম্বা করে একটা শ্বাস নেই
আমার রক্তকণিকায় পৌছে দাও তুমি
তোমার ক্ষণজন্মের কিছুটা অস্তিত্বের আভাস।
জানি আমার হাতেই জ্বলেপুড়ে শেষ হবে তুমি
শেষ হয়ে যাবে তোমার সব।
তবু আমার তোমাকে চাই
তোমায় পাবার অদম্য বাসনায়
গভীর রাত, বৃষ্টি-কাদা-পানি
অথবা হেঁটে পার হওয়া কোন মরুপথ
আমার কাছে নস্যি মনে হয়।
তোমায় পাওয়ার ব্যাকুলতা আমায় পাগল করে দেয়
রক্তে রক্তে মাদকতার ডাক শুনি আমি।
আমার করা প্রতিজ্ঞা রাখতে পারি না
ছুটে আসি বার বার তোমার কাছে।
তোমায় নিয়ে হেটে চলি রাতের পর রাত
একমাত্র তুমিই যে আমার সব কথা রেখেছ।
সুনীলের বরুণার মত আজও কেউ কথা রাখে না।
আমার কথাও কেউ রাখেনি।
তাই তো এখন আমি তোমার
আমার মাঝেই তুমি মিশে যাবে
আমার ধমনী শিরায় ছড়িয়ে পড়বে।
তোমায় আমি ভালবাসি, তা কিন্তু নয়।
বড় বেশী অভ্যস্ততায় মিশে গেছ তুমি
তাই এখন শত চাইলেও আর ছাড়তে পারি না।
আমার রক্তে আজ কোন ভালবাসা নয়
নিকোটিনের জন্য আন্দোলন বয়ে যায়।
তাই তুমি মিশে আছ, আমার স্বত্তায়।
.......একাকীত্ব।
০২ মে, ২০১১
বি.দ্র. সিগারেট নিয়ে লেখা আমার প্রথম কবিতা। কবিতাটা আমার অত্যন্ত কাছের বন্ধু রেজো্ওয়ান মাহবুব তানিম কে উৎসর্গ করলাম। আমার সিগারেট খাওয়াটা যার সবচাইতে অপছন্দ হওয়ার পরও যে আমাকে জন্মদিনে এক প্যাকেট বেনসন গিফট করেছিল। সত্যিই তানিম, সেদিন খুবই অবাক হয়েছিলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।