জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই
সকালে গিয়েছিলাম এক ফাজিলের দোকানে। সামান্য কেনাকাটা করতে গিয়ে ফেঁসে গেলাম। যাই কিনতে যাই ও ব্যাটা খুঁজে খুঁজে আমার সামনে সেই জিনিসগুলো দেয়, যার সাথে ফ্রি অফার আছে।
যেমন আমি চাই একটা লাইফবয় লিকুইড রিফিল। ও ব্যাটা একটা আস্ত বোতল সামনে দিয়ে বলল, রিফিল ফ্রি।
শৌচকার্য সারার পর সামান্য একটু ব্যবহার করি। একটায় এক মাস যায়। এতগুলো নিয়ে কী করব ? তবুও সেলসম্যান জোরাজুরি করতে লাগল।
বিরক্ত হয়ে বললাম, নেবই না তোমার দোকান থেকে ?
সে আমার বিরক্তি গায়েই মাখল না। বলল, স্যার, ফ্রি ছাড়া কিছুই নিতে পারবেন না।
যেই দিন কাল পড়ছে, একটার লগে একটা ধরায়া দিবোই।
পাশের দোকানদার টিপ্পনী কেটে বলে, হ, তুমার যেমন বৌয়ের সাথে শালী ফ্রি।
দপ করে নিভে যায় সেলসম্যানের হাসি। বুঝতে পারি সে ক্ষেপেছে পাশের দোকানীর প্রতি। এবার আমি মজা পাই, হাসতে হাসতে বেরিয়ে আসি দোকান থেকে।
সত্যি কথাই তো, এখন ফ্রির যুগ। একটা কিনলে আরেকটা ফ্রি। নৈতিকতার দিক থেকে এটা ঠিক নয়। কারণ ক্রেতা কিনতে যায় তার নিজ প্রয়োজনে। কোন লোভের কারণে নয়।
তাই পণ্যের বাইরে ক্রেতাকে কোন অতিরিক্ত জিনিস দেয়া বেআইনী হওয়া উচিত।
অসুস্থ এই প্রতিযোগিতার বাজারে ফ্লাট কিনতে গেলে মিলছে ফ্রি টিভি ফ্রিজ, স্বর্ণের অলংকার। গুড়া দুধের সাথে সোনার চামচ। কতগুলো পণ্যের সাথে অনর্থক সোনার মোহর। আরও আরও অনেক ফ্রি পাওয়ার অফার।
এই ফ্রি কালচার আমাদের অনেকগুলো ক্ষতি করছে।
০১) ক্রেতাদের লোভ জাগিয়ে তোলা হচ্ছে। লোভের বশবর্তী হয়ে মানুষ পণ্য কিনছে। লোভ সব সময়ই খারাপ। এই ফ্রি অফার মানুষকে বিত্ত বৈভবের প্রতি লোভী বানাচ্ছে।
এমনকি শিশুরাও এই লোভের সর্বগ্রাসী থাবা থেকে মুক্ত নয়।
০২) ফ্রির দিকে নজর থাকায় কম দামী পণ্য বেশি দামে কিনে ঠকছে ক্রেতা। মূলত ফ্রি বলে দেয়া হলেও মূল্যের সাথে ফ্রি জিনিসের দামও রেখে দিচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। ফলে পণ্যের দাম বেড়ে যাচ্ছে।
০৩) অপ্রয়োজনী ফ্রির দিকে নজর থাকায় পণ্যের গুণাগুণ বিচার করছে না ক্রেতারা।
ফলে যেন তেন পণ্য গছানো যাচ্ছে ক্রেতার কাছে। ক্রেতারাও অন্ধের মতো কেবল ফ্রির দিকে নজর রেখে পণ্য কিনে যাচ্ছে।
০৪) ছোট ছোট উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো যাদের পুঁজি কম, তারা এই ফ্রি অফারের কাছে মার খাচ্ছে। তাদের পণ্য নিয়ে বাজারে দাঁড়াতেই পারছে না তারা। ফলে দেশীয় শিল্পের বিকাশ বন্ধ হয়ে যাচ্ছে।
এক চেটিয়া বড় কোম্পানি ও বিদেশী কোম্পানির বাজারে পরিণত হয়েছে আমাদের দেশ।
০৫) আমার যতটুকু মনে পড়ে এ ধরনের ফ্রি অফার বেআইনী এ রকম একটা আইনও আছে। কিন্তু বাস্তবে এই আইন আর প্রয়োগ করা হয় না। যে যার মতো যা খুশি ফ্রি অফার দিয়ে প্রকাশ্যে ক্রেতাদের ঠকালেও দেখার কেউ নেই। ক্রেতা অধিকার বলে এই দেশে আসলে কিছু নাই।
যে ভাবে চলছে, তাতে করে বৌয়ের সাথে শালী ফ্রি পাওয়া গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। এই আজব দেশে সবই সম্ভব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।