আমাদের কথা খুঁজে নিন

   

ভাষা বুঝবে কম্পিউটার

সে সময় আর বেশি দূরে নয় যখন কম্পিউটার বুঝে ফেলবে আপনার ভাষা বা মনের ভাব। বিশ্বাস না করারই কথা। তবে অসত্য মনে হলেও এই খবর সত্যি! বিজ্ঞান ও প্রযুক্তির ছোঁয়ায় এ অসম্ভব সম্ভব হতে চলেছে।

প্রাথমিক পর্যায়ে কম্পিউটার সব ভাষা রপ্ত করতে পারবে না বলে সর্বজনগ্রাহ্য ইংরেজিকেই ব্যাবহার করা হবে। আর সেই কাজও চলছে দ্রুত গতিতে।

আর কিছু দিনের মধ্যেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে এই ‘সুপারকম্পিউটারের’ জাদু!

টেক্সাস বিশ্ববিদ্যালয়ের, কার্টিন আর্ক সেই অসাধ্য সাধনটিই করতে চলেছেন, যেখানে কম্পিউটার কোনোরকম কোডিং বা ডিকোডিং ছাড়াই সরাসরি বুঝে নিতে পারবে মনুষ্য ভাষা। মানুষের লজিককে কম্পিউটারের বোঝার মতো ভাষায় পরিবর্তন করার বদলে, মানব বুদ্ধির একগুচ্ছ ‘টেক্সট’ বা কোডেড্ ভাষা দিয়ে শব্দগুলোর অর্ন্তবর্তী সম্পর্ক কম্পিউটারকে বোঝানোর চেষ্টা করছেন কার্টিন।

উল্লেখ্য, এমন ধরনের গবেষণার জন্য তার প্রয়োজন হয়েছে লক্ষাধিক টেক্সট বা কম্যান্ড। প্রাথমিকভাবে কার্টিন পিসি বা পার্সোনাল কম্পিউটারের ওপর এই পরীক্ষা চালালেও পরে সমান্তরাল কম্পিউটিং করেও চালাচ্ছেন গবেষণা। এখন শুধু কার্টিনের সফলতার গল্প শোনানোর অপেক্ষা।

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.