আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১ মাসের জন্য ছাত্র রাজনীতি নিষিদ্ধ

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামী এক মাসের জন্য ছাত্ররাজনীতি নিষদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে ক্যাম্পাসে সকল প্রকার রাজনৈতিক মিছিল-মিটিং, সমাবেশ, মানববন্ধনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

জানা গেছে, আজ সোমবার বেলা ১১ টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের সভাকক্ষে প্রক্টরিয়াল বডির  মিটিং অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এক মাসের জন্য রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়। পরে সকল ছাত্রসংগঠনের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে এ সিদ্ধান্তের কথা জানায় সাংবাদিকদের।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসাইন বলেন, ক্যাম্পাসে পড়ালেখার সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে এবং সকল রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ এড়াতে আগামী এক মাসের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.