আমাদের কথা খুঁজে নিন

   

সব নোটে বঙ্গবন্ধুর ছবি!!

বাংলাদেশ আমার দেশ

সব নোটে বঙ্গবন্ধুর ছবি ২০১০ সালের মধ্যে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ৫ থেকে ১০০০ টাকা পর্যন্ত সব ধরনের নোট চালু করছে সরকার। রোববার সংসদে প্রশ্নোত্তর পর্বে গাজীপুর-৫ আসনের সাংসদ মেহের আফরোজ চুমকির লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান। তিনি জানান, ২০১০ সালের মধ্যে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ৫ থেকে ১০০০ টাকা পর্যন্ত সব ধরনের নোট চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, একই সময়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত ১ টাকার ও ২ টাকার নোট এবং ধাতব মুদ্রা তৈরির উদ্যোগও নেওয়া হবে। গত ৩০ জুলাই ২০০৯-১০ অর্থবছরের বাজেট পাস হওয়ার পর রোববার বিকেল সোয়া চারটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.