বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে বেশি বেশি ভোট দিন: রাশেদ খান মেনন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে বেশি বেশি করে ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল বিকেলে সুন্দরবন একাডেমিতে প্রতিষ্ঠিত প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবন সমর্থক কমিটির কম্পিউটার ল্যাবরেটরিতে সুন্দরবনকে ভোট দেয়ার সময় এ আহ্বান জানান। তিনি বলেন, বিশ্ব ঐতিহ্য ও বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকেই বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্য্য হিসেবে সবচেয়ে বেশি মানায়। এদিকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, ননী গোপাল মন্ডল, নজরুল ইসলাম মঞ্জু, সাংসদ মোল্যা জালাল উদ্দিন, নারায়ন চন্দ্র চন্দ ও সোহরাব আলী সানা পৃথক পৃথক বিবৃতিতে বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দেয়ার জন্য সুন্দরবন প্রভাবিত এলাকাবাসীসহ দেশবাসীর প্রতি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।