কুড়াই প্রহরব্যেপে স্মৃতিলগ্ন ধূলি
কোরান বুঝি না প্রভু এ বাঙাল কবি
বাংলাই জানি কম আবার আরবি!
কোরানে কী আছে কোরানে কী নাই তাই
কোনোদিন এ অধম ঘেঁটে দেখি নাই।
বাংলা তো নাই জানি, আছে ইংরাজি?
থাকা ও না-থাকা নিয়ে ধরিব না বাজি।
দিলে আছে জানা সেই গূঢ় সংবাদ
বেহুদা সে বাখোয়াজে দ্বীন বরবাদ।
গভীর রজনী জেগে করি মোরাকাবা
আমার কাতারে শতো আলেমের বাবা!
কোরান কোরান ক'রে হয় যারা ফানা
কলবের চোখ বুঝি হেগো প্রভু কানা?
রাস্তায় ফেরি হয় কোরানের বাণী--
জ্বীন ও ফেরেশতারা করে কানাকানি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।