হাঁ, তিনি হাসান আজিজুল হক। আমাদের কথাসাহিত্যের প্রখর মেধাবী লেখক। তাঁর বুননে উঠে এসেছে আমাদের সমাজের ব্যাপক স্থিরচিত্র।
তাঁর '' সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য '' গল্প সংকলনের শকুন গল্পটি যারা পড়েছেন তারা মানবেন, আমাদের সমাজ এখনও সেই
শকুন আক্রান্ত। এই গ্রন্থের সীমানা , গুনিন কিংবা একটি আত্মরক্ষার কাহিনী এখনও শাণিত করে আমাদের মনন।
তাঁর আগুনপাখি সাম্প্রতিক উপন্যাসটিতে ও উঠে এসেছে
বহমান সমকাল।
নিউইয়র্ক বইমেলায় আড্ডা হলো তার সাথেও। কথা বিনিময় হলো। আমাদের কালের এই মহান লেখক জানালেন তাঁর মনের অনেক কথা ।
ছবিতে- ফকির ইলিয়াস, অভিজিত রায়, হাসান আজিজুল হক ও মহিউদ্দিন খান খোকন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।