আমাদের কথা খুঁজে নিন

   

পেলাম এডসেন্স মে মাসের চেক। বাংলাদেশে ভাঙানোর পদ্ধতি।

www.eee-lab.com

আমি গত কয়েক মাস থেকে এডসেন্স এর চেক পেয়ে আসছি তাই অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন কিভাবে আমি চেক ভাঙাই তার বিস্তারিত নিয়ে একটি টিউন করতে আমিও কথা দিয়েছিলাম এ মাসের চেক পেলে তা নিয়ে একটিপোষ্ট করবো। ভেবেছিলাম এ মাসে চেক পেতে পাঁচ তারিখ হবে কিন্ত আজ সকালে বাসার ছাদ থেকে দেখলাম ডিএইচএল এর গাড়ি এসেছে আমার বাসার সামনে আর তা থেকে নামছে ডিএইচএল ম্যাসেন্জার টিম এর সদস্যরা আমার আর বুঝতে বাকি রইলো না আমার এ মাসের চেক চলে এসেছে। যাই হোক এখন বাংলাদেশে ভাঙানোর পদ্ধতি সম্বন্ধে বলি। এটি আমার মে মাসের আয়ের চেক এডসেন্স এর নিয়ম অনুযায়ী যে মাসের চেক তার পরের মাসের ত্রিশ তারিখে ছাড়া হয়। কুরিয়ারে আনলে তা তার পরের মাসের পাঁচ তারিখের মধ্যে পাওয়া যায়।

আমার ক্ষেত্রেও তার ব্যাতিক্রম নয়। তাই মে মাসে আমার আয়কৃত $438.77 থেকে কুরিয়ারের $28 কেটে $410.77 পাঠানো হয়েছে। এই চেকটির উপরের অংশছিড়ে রেখে নিচের এই অংশ টুকু ব্যাংকে জমা দিতে হয়। এর সামনের দিকে আপনাকে কোন কিছুই করতে হবে না। এটি পেছনের অংশ এখানে চিন্হিত অংশে আপনার নাম (স্বাক্ষর নয়) লিখবেন।

এডসেন্স এ যে নামটি দেয়া আছে সেই নামটি দেবেন যেমন আমার নাম এ Md এর পরে ডট থাকলেও আমি ভুলক্রমে এডসেন্স একাউন্ট খোলার সময় ডট দেইনি তাই আমি এভাবেই নাম লিখি। আপনার এডসেন্স একাউন্টে যে নাম আছে সেই নামটি দিয়ে যে কোন ব্যাংকে একাউন্ট খুলুন। একাউন্টটি আমার মতে ষ্ট্যান্ডার্ড চাটার্ড অথবা ইসলামী ব্যাকে খুললেই ভালো। চেকটি ভাঙাতে সরকারী ব্যাংকে $5, ইসলামী ব্যাংকে $8-10 আর যেকোন বেসরকরী ব্যাংকে $12-15 চার্জ কাটবে। তবে আমি আগেও বলেছি ব্যাংকের লোকাল ব্রাঞ্চে একাউন্ট খুলতে পারলে টকা কয়েকদিন আগে পাওয়া যায়।

এরপর একাউন্ট খোলা হলে আপনার জমা বইয়ের সাথে চেকটি এটাচ করে তার বিস্তারিত বর্ণনা দিয়ে ব্যাংকে জমা দিন প্রথমবার হলে একমাসের কিছু বেশী তারপর থেকে এক মাসের আগেই টাকা পাওয়া যাবে। এ বিষয়ে যে কোন প্রশ্ন বা জিজ্ঞাসার জন্য www.bdweb7.com এর ফোরাম www.bdweb7.com/forum এ এসে জিজ্ঞাসা করতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.