আমাদের কথা খুঁজে নিন

   

২০০১ সালে প্রকাশিত 'কবিতা কুটিরশিল্প' গ্রন্থ থেকে দুটো কবিতা

............................... বিরাট ঘটনা ............................. তখন, হোটেলে বসে, দুপুরের ভাত খেতে গিয়ে ভালোবাসা টেবিলের নিচে চলে যায় ভালোবাসা ভর করে পায়ে পায়ে গেরিলা ধারায় হয়তো জোড়াজোড়ারা জানে_ আঙুলের কৈবল্যকুসুম ফুটিয়ে ভালোবাসা বাতাস সেলাই করে তখন, দুপুর নিভিয়ে দিয়ে বাল্যসন্ধ্যা ঝরে যদিদং হৃদয়ং মম তদুস্ত তব, যদি বা ভালোবাসা হোটেলের ভাত, টেবিলের তলে তলে তুরীয়ং চুরিয়ং পায়ের প্রতিভা ................................................... হঠাৎ দেখা, বিবাহ-উত্তর দু'বান্ধবী .................................... : তোর সুখে যায়, তাই না? তোর এমনি দিনে বেশি, না রাতে? রাত মানে কি মধ্যরাত? বাকি রাতটা নিবিড়, নাকি একস্ট্রেঞ্জা ফাঁকা? ওর সঙ্গে মিষ্টি করে রাগ হয় না তোর? এই শোন, ও ডাকাত, না চোর? _আমার সুখ? হ্যা, সুখ আসে। কিন্তু খুব বেশিক্ষণ থাকতে চায় না। তবে শুধু রাত্রিবেলা আসে এসে, সামান্য থেকেই, যখন সে চলে যায়, আবার না-আসা পর্যন্ত আমি যা যা ভাবতে থাকি, সেটা কিন্তু অসুখ কিন্তু আমার অসুখও ভাল্লাগে : অসুখকালীন, তোর কি তখন ইচ্ছেটিচ্ছে জাগে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.