দুজন থাকি দুই প্রান্তে
তবুতো কাছে থাকি,
থাকেনা আমাদের দেহটা
থাকে এক হয়ে দুটি মন।।
আমাদের ভাবনাগুলো একই হয়,
স্বপ্নগুলো মেলে রঙ্গিন পাখা,
যতো দূরেই থাকিনা দুজন
স্বপ্ন গুলো থাকে একই সূতোয় গাথা।।
তোমার প্রশংসা যখন সবাই করে
আমি নিজেকে ধণ্য ভাবি,
মনে হয়, এতো আমার অহংকার
আমার ভালোবাসার জয়।।
আমার সব কিছু ও তো তোমাকে আনন্দ দেয়,
দূরে থেকেও আমি তা বুঝতে পারি।
ভালোবাসার টান বুঝি এমনই হয়,
যতো দূরে, যেখানে থাকি
ভালোবাসায় এক হয়ে থাকি দুজন সবসময়।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।