চারমিন জীবন দিয়েছে অবহেলা, ক্লান্তি আর বিরক্তিকর অবসর আকাশে তাকিয়ে থাকি, নীল দেখি, বৃষ্টি অবিরাম ঝরঝর l বৃষ্টি আমার চোখের মাঝে আরেক তারা যেনো একলা প্রহর, একলা আমি, একলা মনে একলা বেড়ানো l বেড়ানো আর হয়ে ওঠে না তবুও যাই ক্যাথরিন ডকে জল-যান দেখে আনমনা হই, একাগ্র মনোযোগ সাদা বকে l তোমায় নিয়ে কততো রংধনু স্বপ্ন চারমিন আজ নয়, কাল নয় হয়তো পূরণ হবে একদিন l মাঝে মাঝে ভাবি জীবন হয়তো এক অনন্ত দুঃখ গাঁথা প্রেম, ভালোবাসা, আহলাদ ছাপিয়ে জয়ী এক বুক ব্যথা l চারমিন জীবন দিয়েছে আঁড়ি তবু খুব ঘটা করে বাঁচি মধু আছে, মাধুকরী আছে তবু বিষ নিয়ে বেড়ে ওঠি মৌমাছি !! রিয়া হাবিব ছবিসূত্র: ইন্টারনেট থেকে নেওয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।