Khan IT Source
সঙ্খচাঁদ কোন আড়ালের ভিড়ে অন্ধকারে
ছায়া ভড়া দুপুর তপ্ত উঠোনের ঘুম প্রহরে
দেখো নিবিড় আমার বৌরানীর কান্না জুড়ে
শুকনো আলোয় ঝরে পরে কত সঙ্খসুখ
সঙ্খচাঁদ কোন আভাষে ভেজা ঠোটে তুমি একা
আঙুল ছোয়ানো চুলে গহীন স্বপ্ন বোনা পথে
দেখো সুপ্ত আমার বিল্লুটার ইচ্ছে জুড়ে থাকা
কত মোহের স্মৃতিসুধা কত কথার রাত্রী সঙ্কটে
সঙ্খচাঁদ কোন ভোরের শীতলে রাশরার জন্ম
উষ্ণতায় আকস্মিক আবীর ছড়ানো প্রশান্তি নীড়
কাঙ্খিত চুম্বনে সহস্র তারার জন্মানো নীলে
আমার রাখুর হাসি অভিমান ভাঙা রোদে স্থির
সঙ্খচাঁদ কোন প্রতিজ্ঞা ছুলে সব তার হয়ে যাবে
শুধু সে বুঝবে এই কথা আমার স্বপ্নসহচার
দেখো তোমার আকাশে প্রতিজ্ঞার সিখা ছুয়ে বল্লাম
আমরন সে আমার আমি শুধুই তার.................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।