সময়টা এক নয়-
এর ওর তার।
তোমার সময় দিয়ে তাই
বৃথা চেষ্টা আমাকে মাপবার
- সুভাষ মুখোপাধ্যায়
বড় পেরেশানিতে আছি।
দিনের আলো সংরক্ষণ করার ফমূর্লার মুলা আর ভালো লাগছে না। রাতে ঘুমোতে যাবার চিরায়ত দেরী ঠিকই আছে, সকাল আটটার ঘুম নির্মমভাবে ভেঙ্গে ফেলতে হয় সাতটায়। চাকরী নামক দাসত্বের দায় এড়াতে।
ফলাফল দিন আর আগের মতো থাকেনা। এক ঘন্টার কমপ্লিট ঘুমের কোনো এক ফাইল মিসিং-এর কারনে সারাটাদিন শরীরের উইন্ডোজ ফরমেট চায়।
দিনের আলো সংরক্ষণের কী হাল কে জানে? আমার কোনো আলো নেই। আমার দিন কাটে ঘুম ঘুম অন্ধকারে। চরম আলস্যকে ক্যন্সারের মতো শরীরে ছড়িয়ে দিয়ে দিয়ে এখন আমাকে থাকতে হয় চরম সমস্যায়।
যে আমি জীবনে বহু বহু স্যরের ব্যাচের সিডিউল ঠিক করে সকালে পড়ে যাওয়ায় পড়তে যাইনি।
জেনে জেনে বড় হয়েছি ঘুম থেকে পড়াশুনা উত্তম না। সে আমাকে এখন জীবনের দায় নিয়ে সূর্যের পাশাপাশি জেগে ওঠতে হয়। নিজে ওঠে ডেকে তুলি দরজার বাইরে বেধে শখের বসে পালন করা মোরগগুলিকে।
আমার ডাক শুনে ওঠে শুরু হয় তাদের ডাক।
তাই মহা বিরক্তিকর হয়ে ওঠছে জীবন যাপন। মাঝে মাঝে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, ফিরিয়ে দাও আমার একঘন্টা বেশী ঘুম, লও এ নতুন সময়...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।