আমাদের কথা খুঁজে নিন

   

"হারি বা জিতি, আমরা সবাই সামর্থের একশভাগ দিয়েই খেলবো।"

খুঁজে বেড়াই কাছের মানুষ।

ঢাকা, ২৮ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ বদলে দিয়েছে অনেক কিছুই। সবচেয়ে বড় পরিবর্তন অধিনায়ক হিসেবে মোহাম্মদ আশরাফুলের জায়গায় মাশরাফি বিন মর্তুজার আগমন। আর নতুন অধিনায়ক হিসেবে নিজের প্রথম সফরে সবকিছু নতুন করেই শুরুর প্রত্যাশা শুনিয়েছেন মাশরাফি। টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা ওয়েস্ট ইন্ডিজ সফরে ঝেড়ে ফেলার আশা নিয়েই সোমবার ঢাকা ছাড়ছে মাশরাফির দল।

এই সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে আর একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম টেস্টটি শুরু হবে ৯ জুলাই, সেন্ট ভিনসেন্টে। তার আগে ৩ জুলাই থেকে একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফির দল। সফরশেষে ওয়েস্ট ইন্ডিজ থেকেই সোজা জিম্বাবুয়েতে চলে যাবে বাংলাদেশ দল। সেখানে আগস্টের ৫ থেকে ১৯ তারিখ পর্যন্ত পাঁচটি ওয়ানডের এক সিরিজ খেলে তারপর দেশে ফিরবে তারা।

ওয়েস্ট ইন্ডিজ সফরসূচি: জুলাই ৩-৫ প্রস্তুতি ম্যাচ (বার্বাডোজ) জুলাই ৯-১৩ প্রথম টেস্ট (সেন্ট ভিনসেন্ট) জুলাই ১৭-২১ দ্বিতীয় টেস্ট (গ্র্যানাডা) জুলাই ২৬ প্রথম ওয়ানডে (ডোমিনিকা) জুলাই ২৮ দ্বিতীয় ওয়ানডে (ডোমিনিকা) জুলাই ৩১ তৃতীয় ওয়ানডে (সেন্ট কিটস) জুলাই ২৮ টি-টোয়েন্টি ম্যাচ (ওয়ার্নার পার্ক) View this link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।