আমাদের কথা খুঁজে নিন

   

পারি নি বলে হারি নি এখনো

মৃত্যু বলে কিছু নেই..তুমি যাকে মরণ বল..সে শুধু মারবে তোমাকেই..

ঘুরপথে নয়, আমি সোজাসুজি হেঁটে গেছি সীমান্ত বরাবর পেরিয়েছি কাঁটাতারের বেড়া আমাকে লক্ষ্য করে গর্জে ওঠেনি রাইফেল লাগেনি পাসপোর্ট ভিসা আমি প্রবেশ করেছি নিঃসঙ্কোচে বহুবার তারপর পেরিয়েছি সীমানা উড়ে এসেছি, দৌড়ে এসেছি কখনো এসেছি মেঘের ভেলায় কখনো পাখির ডানায় চেপে নদীর স্রোতে গা ভাসিয়ে চিতার পিঠে সওয়ার হয়ে। সীমানা থেকে যত ঢুকে্ছি ভেতরে প্রাণের স্পন্দন কমে যেতে যেতে রাজধানীতে এসে দেখি মৃত নগর ক্লান্তির, অবসাদের সৌধ গড়ে দাঁড়িয়ে। ভেবেছিলাম পারব আমিই পারবো নিয়ে আসতে উজানের ঢল নদী ফের হবে খরস্রোতা বৃষ্টি নামবে আলতো করে ধুয়ে দিতে কফিনের ওপর জমে থাকা বিষণ্ন ধুলোবালি আমি আসলেই যেনো শুষ্ক জরাগ্রস্ত ঝড়া পাতাগুলো ফের নাচবে বসে গাছের ডালে ভেবেছিলাম হাতে আছে সোনার কাঠি ছুঁয়ে দিলে জ্যান্ত হবে মৃত্যুপুরী! পারিনি বলে হারিনি কখনো পেয়েছি বহু কিছু শূণ্যতার আড়ালে এখানে মুদ্রা নেই, কিছুই নয় বিনিময়যোগ্য ফিরিয়ে দেবার তাগিদ নেই, তাড়া নেই তবু ইচ্ছের, স্বপ্নের হাহাকারে আহ্বানে ফিরে যাই প্রতিবার ফের ফিরে আসি হয়তোবা জিহবায় নোনা বিষাদ চেখে- একটা পাখি যদি উঠে ডেকে আমায় দেখে!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.