লেখালেখি শিখি আগে! কতো কিছুই ভেবে মরি তোমায় দেখার পরে, তুমি তো রোজ মন পুড়িয়ে চলছো এ শহরে। হাজার মানুষ তোমায় নিয়ে স্বপ্নে ঘুরে ফিরে, আমি তো রোজ যাই হারিয়ে সেই মানুষের ভিড়ে। অনেক কিছুই বলার থাকে তোমার কাছে রোজই তুমি সে তো অন্য মানুষ কাছে গিয়েই বুঝি... পাশ কাটিয়ে রোজই চলো দূরেই থাকো খুব হাজার মনের দাবীর মিছিল আমি সেথায় চুপ। চোখের আড়াল হয়েই থাকো আমি রোদে পুড়ি হাজার মানুষ হার মেনে যায় আমিও একটু হারি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।