আমাদের কথা খুঁজে নিন

   

ধর্ষিতাদের দল



আমি আজ কিছু ধর্ষিতা নারীর কথা বলব। অনেকে বলেন, ধর্ষিতা হলেই যে সে পাপ করেছে তা নয় বরং তাকে জোড় করে পাপ করানো হয়েছে। এটা একটা চরম সত্য কথা। ধর্ষিতা হলেও সে স্বতিনারী। আমার কথা হচ্ছে এমন কিছু পার্টি বা দল আছে যারা ধর্ষনের সেঞ্চুরী করে সে উপলক্ষে অনুষ্ঠান করে।

দেখা যায় তাদের সে অনুষ্ঠানে অনেক নারী নামের প্রাণীও উপস্থিত থাকে। আমি বলছি যারা ধর্ষনের শিকার তারা কোন নারী আবার যারা ধর্ষকের দলে মিছিল করে তারা কোন ধরনের নারী। তাহলে তারা কি সবাই ধর্ষিতা! যদি তাই হয় তবে তাদেরকে পাথর মেরে গুড়িয়ে দেয়া হোক। তারাইনাকি আবার নারীদের অধিকারের কথা বলেন। ছি নারী! ছি! স্বার্থের জন্য তুমি তোমার ইজ্জতকে বিকিয়ে দিয়েছ।

তোমাদেরকি লজ্জা করেনা যখন নিলর্জ্জ ধর্ষকদের সামনে দাড়িয়ে মিছিলে শ্লোগান দাও! তোমাদেরকে বলব তোমরা ফিরে আস। তাদের মুখে ঝাটা মার। আর যে সব নেতারা এসব সোনার ছেলেদের সমর্থন করে তারাই বা কেমন চরিত্রের। তাদেরকি মেয়ে বা স্ত্রী, সন্তান নেই। নাকি তারাও এরকমই।

অনেক চলচিত্রকার আছেন যারা নিজেদের ছবিতে ব্লু কাটপিছ যোগ করেন অথবা এদেশের সস্তা নায়িকাদের দিয়ে নগ্ন ছবি বানিয়ে থাকেন, আমি নিশ্চিত তাদের পরিবারও এর অংশ। তারাও এরকম কাজে লিপ্ত কিন্তু অনেকে তা দেখেনা। আমার কথাগুলো খুবই আপত্তিকর, লজ্জাজনক। তবুও বলছি আসুন সবাই মিলে এসব বন্ধ করি তানাহলে কখনো নারী নির্যাতন বন্ধ হবেনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।