আমাদের কথা খুঁজে নিন

   

নদীমাতৃক থেকে মরুভূমি :টিপাইমুখী বাঁধ



আবহমান বাংলার চিরন্তন প্রতিচ্ছবি হলো নদী । নদী আববাহিকায় গে উঠেছে শষ্য শ্যামলা আমাদেও এই দেশ । কিন্তু প্রতিনিয়ত ঝাপসা হয়ে যাচ্ছে বাংলার এই ছবি । নদীমাতৃক বাংলাদেশ আজ মারান্তক পানি সংকটে । ভাগ্যের নির্মম পরিহাস নদীবিধেীত দেশটি আজ মরুভূমতি পরিনত হতে যাচ্ছে ।

তবে কি উত্তর প্রজস্ম বাংলাদে কে একটি মরুভূমি বলেই জানবে। আর এরই পূবাভাস বার্তা নিয়ে আসছে টিপাইমুখী বাঁধ । ভারত সরকার যাকে বলে টিপাইমুখী ড্যাম, আর আমাদের দেশে তা আজ রাজনীতির বাঁধ। কে কার স্বার্থ রক্ষা করছে তা নিয়েই ব্যস্ত আমাদের সংসদ । অথচ বাঁধের প্রকৃত চিত্রটি আমাদের সামনে উন্মোচিত হয়নি ।

টিপাইমুখী বাঁধ কি, এরই ভয়াবহতাই বা কি-এর উত্তর জানা আমাদের অস্তিত্বের জন্য খুব বেশি প্রয়োজন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।