আমাদের কথা খুঁজে নিন

   

হাসির কি কোন রসায়ন আছে?



আজ শুক্রবার। তাই সকাল ১২টায় ঘুম থেকে উঠলাম। উঠেই দেখি বসের ফোন। কিছু কাজ দিলেন। কি আর করা স্যারকে তো আর বলতে পারিনা মাত্র উঠলাম।

তো নেট ব্রাউজ করতে করতে মনে হল বাইরে থেকে থেয়ে আসি। আমার এক বন্ধুকে ফোন করলাম। আমরা বাবুর্চীতে খেতে গেলাম। মানুষকে অবজার্ভ করতে ভাললাগে। হঠাত থেয়াল করলাম আমাদের টেবিলের ওয়েটার এর মুখে কোন হাসি নেই।

শুধু তাই নয় কোন ওয়েটারের মুখেই হাসি নেই। আমাদের টেবিল থেকে রাস্তা দেখা যায়। বাইরে তাকিয়ে দেখি কোন মানুষের মুখে হাসি নেই । ব্যাপার টি অদ্ভুত মনে হল। হালকা বৃষ্টি পড়ায় প্রায় ৫.০০ পর্যন্ত ছিলাম।

এতক্ষণ আমি বসে বসে মানুষ দেখছিলাম। এরপর হলে ফেরার পথে একই অবস্থা। হাজারে মাত্র ১০ বা তারও কম মানুষকে হাসতে দেখেছি। এক বাবাকে তার বাচ্চার সাথে প্রাণখুলে হাসতে দেখ এত ভাল লাগল কিন্তু পাশে বসা বাচ্চাটির মা এর বিষন্ন মুখ দেখে মনটা খারাপ হয়ে গেল । জুটি গুলির অবন্থা আর কি বলব? সেখানেও ভ্যাজাল।

ছেলেটা হাসিখুসি তো মেয়েটার মন খারাপ ; অবার মেয়েটা হাসছে তো......ছেলেটা । যাইহোক এইসব দেখে আমার মনটা ও বিমর্ষ হয়ে গেল। হাজার হাজার মানুষ হাটছে, কাজ করছে, কথা বলছে কিন্তু তাদের মাঝে প্রাণ চাঞ্চল্য নেই। শহরের মানুষগুলো কেমন যান্ত্রিক হয়ে যাচ্ছে। আমার নিজেরও মনে হল মজা করছি কিন্তু আনন্দ পাচ্ছি না।

হঠাত আমি জোরে হা হা হা করে হেসে উঠলাম। আসপাশের মানুষ গুলো অবাক দৃষ্টিতে তাকালো কিন্তু তাতে কি যায় আসে? আমি হাসব ; প্রাণখুলে হাসব,,,,,,, কি যায় আসে কে কি বলল তাতে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।