আমাদের কথা খুঁজে নিন

   

ও গানওয়ালা! আরেকটা গান গাও!



মাইকেল জ্যাকসনকে আমি ছেলেবেলার গান শোনানো লোকটা বলতেই পারি। বেড়ে ওঠার সময়গুলোতে তখন শুনতাম আইয়ুব বাচ্চু, মাইলস, সুমন, নচিকেতা...আর মাইকেল জ্যাকসন! তার সব গান, সব সুর মুখস্থ ছিলো। এমনকি ইংরেজি ভাষার ভোকাবুলারি বাড়ানোরও একটা ভূমিকা আছে তার গানের! ছোট একটা নোটবুক বানিয়েছিলাম, গানের ভেতর যে শব্দগুলোর অর্থ জানতাম না, সেগুলো সেখানে টুকে রাখতাম, তারপর ডিকশনারি খুঁজে তার অর্থ বের করে নিতাম। তখন কোন ক্লাসেই বা পড়ি? ক্লাস ফোর কি ফাইভ! মাইকেল এর গান শুনতে শুনতে ধীরে ধীরে ইংরেজি গান শোনার অনুশীলনে যাওয়া! সকাল সাতটায় ঘুম থেকে উঠে ' এমটিভি ক্লাসিক' দেখতে বসা! কারণ ওখানে মাঝে মাঝে মাইকেল জ্যাকসনের গানের ভিডিও দেখায়! তখন তো প্রযুক্তি এত সহজলভ্য ছিলো না, তাই টিভিই ছিলো ভরসা। সেই মিউজিক ভিডিও দেখাবে কি দেখাবে না তার জন্য অপেক্ষা করে করে অন্যদের গান শোনা, ভালো লাগা! প্রায় প্রতিদিনের রুটিন ছিলো মাইকেল জ্যাকসনের গান শোনা! সত্যিকার অর্থেই এমন একটা সময় ছিলো যখন পর্যন্ত মাইকেল জ্যাকসন ছাড়া আর কোনো সঙ্গীতশিল্পীকে চিন্তাম না, তাদের গানের কথা জানতাম না! স্কুলমেটরা হাসাহাসি করতো আমার 'কুপমন্ডুকতা'য়। তাদের ততদিনে রিচার্ড মার্ক্স, ডেনভার, ডিলান, লিওনেল রিচি সব ভেজে খাওয়া শেষ! আর আমি পড়ে আছি এক মাইকেল জ্যাকসন নিয়ে! এমনকি ক্লাসে-পরীক্ষায় অনুচ্ছেদ-রচনা লিখতে গিয়ে মাইকেল জ্যাকসনের কত গানের কথা যে কোটেশন করে তুলে দিয়েছি! তার গানের থিমকে ব্যবহার করেছি উদাহরণে! আর পরীক্ষক আমার রচনাশৈলীতে মুগ্ধ হয়ে আমাকে ১০ এ ১০ দিতে না পেরে ৮/৮.৫ দিয়েছেন! হায়েস্ট মার্ক! একবার মনে আছে, 'হিল দ্য ওঅর্ল্ড' এর থিম নিয়ে সেটাকেই একটা রচনার রূপ দিয়েছিলাম, ''environmental pollution'' রচনা লিখতে গিয়ে! মাইকেল জ্যাকসনকে জড়িয়ে এরকম অনেক স্মৃতি, অনেক ভালো লাগা, মন্দ লাগার গল্প আছে! আজ বিশ্বাস করিয়ে নিতে হচ্ছে নিজের মনকে যে মাইকেল জ্যাকসন মারা গেছে! সকাল বেলা ঘুম থেকে উঠে পিসি'র সামনে বসতে না বসতেই সকলের ফেসবুক স্ট্যাটাস দেখে খবরটা জানলাম! মনটা বিষণ্ণ হয়ে আছে! এটা কেবল একজন শিল্পীর মৃত্যু না। ক্ষণজন্মা এক প্রতিভার মৃত্যু। একজন স্বপ্নদ্রষ্টার মৃত্যু যে স্বপ্ন দেখতো পৃথিবীর মানুষ একদিন যুদ্ধ ভুলে হাতে হাত মেলাবে, অস্ত্র ফেলে হাতে তুলে নেবে শান্তির পতাকা...... তার মৃত্যুটা...এরকম অসময় মৃত্যুটা মেনে নেয়া সত্যি কষ্টকর! মাইকেল তুমি ভালো থেকো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।