গানের জন্য গান হয়োনা বাঁচার নিশান হয়ে, যুগান্তরের শ্লোগানটাকে তুমি এনো বয়ে
ও গানওয়ালা, আর একটা গান গাও
আমার আর কোথাও যাবার নেই
কিচ্ছু করার নেই।
ও গানওয়ালা, আর একটা গান গাও
আমার আর কোথাও যাবার নেই
কিচ্ছু করার নেই।
ছেলেবেলার সেই-
ছেলেবেলার সেই বেহালা বাঁজানো লোকটা
চলে গেছে বেহালা নিয়ে
চলে গেছে গান শুনিয়ে।
ছেলেবেলার সেই বেহালা বাঁজানো লোকটা
চলে গেছে বেহালা নিয়ে
চলে গেছে গান শুনিয়ে।
এই পালটানা সময়ে-
এই পালটানা সময়ে সে ফিরবে কি ফিরবেনা জানা নেই।
ও গানওয়ালা আর একটা গান গাও
আমার আর কোথাও যাবার নেই কিচ্ছু করার নেই।
কৈশোর শেষ হওয়া-
কৈশোর শেষ হওয়া রংচঙে স্বপ্নের দিন
চলে গেছে রং হারিয়ে
চলে গেছে মুখ ফিরিয়ে।
কৈশোর শেষ হওয়া রংচঙে স্বপ্নের দিন
চলে গেছে রং হারিয়ে
চলে গেছে মুখ ফিরিয়ে।
এই ধাটকাবাজির দেশে-
এই ধাটকাবাজির দেশে স্বপ্নের পাখিগুলো বেঁচে নেই।
গানওয়ালা আর একটা গান গাও
আমার আর কোথাও যাবার নেই কিচ্ছু করার নেই।
ও গানওয়ালা আর একটা গান গাও
আমার আর কোথাও যাবার নেই কিচ্ছু করার নেই।
'বিষাক্ত মানুষ'-এর গানের পোস্টগুলো দেখে অনুপ্রাণিত হয়ে আমার এই ব্লগে রেজিস্ট্রেশন করা, তাই প্রথম পোস্টটা তাকেই উৎসর্গ করছি।
আমার অসম্ভব প্রিয় এই গানটি শুনতে অথবা ডাউনলোড করতে ক্লিক করুন - গানওয়ালা - সুমন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।