আল বিদা
নাটকের একটা সংলাপ আছে - 'মেঘে মেঘে অনেক বেলা গেল'। আমারও অনেকটা কাল চলে গেল। এই ব্লগের হিসেবেই দেখা যাচ্ছে আমি ৩ বছর এখানেই কাটিয়ে দিলাম।
আমার একটা অভ্যাস হল সবসময় অন্যের সাথে নিজেকে তুলনা করা। আর তুলনা করে দেখি আমি তার কাছে কিছুই না।
নিজেকে খুব ছোট মনে হয় তখন। আমার বয়সীরা কত কি করে, কত কিছু জানে, কত দিকে তাদের আগ্রহ। আমি শুধু রোবটের মত লাইফ লীড করি। আমার প্রতিবেশী যার সাথে সিএনজি শেয়ার করে অফিসে আসি সে আমার উপর এই কারনে মহা বিরক্ত।
এক কালে আমি ভাবতাম আমার গলা মনে হয় ভালই।
গানের সুরও আছে। সাহস করে একবার রেকর্ড করে শুনলাম। সেই যে আমি থেমে গেলাম, এই জনমে মনে হয় না কেউ আর আমার গানের গলা শুনবে। তবুও মাঝে মাঝে শখ হয় গান গাওয়ার। ভাল নাইবা গাইলাম অন্তত গান শুনে কেউ দৌড়ে পালাবে না তেমন হলেই চলত।
অথবা এতটুকু যকটুকু হলে বন্ধুদের আড্ডায় বা একান্তে নির্জনে প্রতিবেশীকে গান শুনাতে পারি।
কিশোর কুমার ৪০ বছর বয়সে গান গাওয়া শুরু করেছিল। সুমনও তাই। সুমনের গান শুনে অজ্ঞন দত্ত ঐরকম মধ্যম বয়সে গান শুরু করে। এই বয়সে আমার পক্ষে সম্ভব না এত যুদ্ধ করা।
'সানিধাপা' করে তো আর গান শিখতে পারব না। শুধু একটু যদি সুর করে গাইতে পারতাম!!
আচ্ছা আমার মত বুড়াদের জন্য কি এমন শর্টকাটে গান শিখার কোন ব্যবস্থা নাই যেখানে গোপনে গোপনে গিয়ে একটু গলাটা ঠিক করে আসা যায়?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।