সেন্টার ফর কমিউনিটি ইনফরমেশন এন্ড ক্রিয়েটিভ মিডিয়া
অন্যমাত্রা প্রকাশন'র যাত্রা ২০০০ সালে। দীর্ঘ পথ পরিক্রমায় বেশ কিছু গ্রন্থ ও ম্যাগাজিন প্রকাশিত হয়েছে। উলেখ্য অন্যমাত্রা ২০০৩ সালে `পাঠকের সাহচর্যে কবিতার মমতা...' শীর্ষক তিনদিন ব্যাপী কবিতা প্রদর্শনীর আয়োজন করেছিল সিলেট সিটি কর্পোরেশন মিলনায়তনে। অন্যমাত্রা মূলত নবীন-প্রবীন কবিদের কবিতাকে পাঠকের কাছাকাছি পৌঁছে দেওয়ার জন্যই কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতা হিসেবে নারায়ণগঞ্জে এই প্রদর্শনীর আয়োজন পরিকল্পনা।
প্রস্তাবিত অন্যমাত্রা কবিতা প্রদর্শনীর তিনদিন ব্যাপী অনুষ্ঠান মালার বিবরণ
# প্রথম দিন
সকাল ঃ ৯.০০ টায় কবিতা প্রদর্শনীর উদ্বোধন।
ঃ ৯.২০ র্যালী।
ঃ ১০.০০ বইয়ের মোড়ক উন্মোচন।
ঃ ১০.২০ বই ও কবিতা প্রদর্শনী সম্পর্কে আলোচনা।
ঃ ১১.০০ কবিতা আবৃত্তি।
ঃ ১২.০০ টায় প্রথম অংশের সমাপনী।
বিকেল ঃ ৩.০০ টায় প্রদর্শনী শুরু হয়ে একটানা রাত ১০টা পর্যন্ত।
ঃ ৫.০০ টা থেকে কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
# দ্বিতীয় দিন
সকাল ঃ প্রদর্শনী শুরু সকাল ৯ টায়
বিকেল ঃ আলোচনা কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠান।
# তৃতীয় ও সমাপনী
সকাল ঃ প্রদর্শনী শুরু সকাল ৯টায়।
বিকেল ঃ আলোচনা, কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠান। অংশগ্রহণকারী কবিদের অংশগ্রহণ সনদ ও ক্রেস্ট বিতরণ।
# সম্ভাব্য স্থান
নারায়ণগঞ্জ রাইফেলস্ কাব / শহীদ জিয়া হল, চাষাড়, নারায়ণগঞ্জ।
# সম্ভাব্য তারিখ
১৮, ১৯ ও ২০ ডিসেম্বর ২০০৯ইং।
# অনুষ্ঠান প্রচার পরিকল্পনা
# তিন দিন ব্যাপী অনুষ্ঠানের প্রচারের জন্য এক সপ্তাহ পূর্বে প্রেস কাবে সংবাদ সম্মেলন করা হবে।
# স্থানীয়ভাবে পোষ্টার ও মাইকিং করে সকলকে অবগত করা হবে।
# জাতীয় পর্যায়ে এই অনুষ্ঠান বিশদভাবে প্রচারের জন্য ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার শীর্ষস্থানীয় দুই মাধ্যমকে মিডিয়া পার্টনার হিসেবে রাখা হবে।
# জনবহুল স্থানে বোর্ড স্থাপন করা হবে।
# অনুষ্ঠান পরিকল্পনা
# স্থানীয় নবীন প্রবীন বিশজন কবির কবিতা প্রদর্শীত হবে।
# বিশজন কবির কবিতা দিয়ে ১২৮ পৃষ্টার ৫০০ কপি বই প্রকাশ করা হবে।
# ২০ জন কবির ১টি বা ২টি কবিতা দিয়ে ফ্রেম বানিয়ে প্রদর্শনী করা হবে।
# প্রকাশনার বিগত দিনে প্রকাশিত বইগুলো প্রদর্শীত হবে।
# নাম লোগোর ব্যবহার
#`অন্যমাত্রা কবিতা প্রদর্শনী' প্রদর্শীত কবিতার ফ্রেমে স্পন্সরের নাম লোগো থাকবে।
# দাওয়াত পত্র, পোষ্টার, ব্যানার ও ফেসটুন, বোর্ড, নাম, লোগো ব্যবহার করা হবে।
# প্রকাশিত বইয়ের প্রথম পাতায় ও প্রচ্ছদের শেষ পাতায় স্পন্সরের নাম লোগো থাকবে।
# বিতরণকৃত অংশগ্রহণ সনদ ও ক্রেস্টে নাম লোগো থাকবে।
# টি-শার্টে লোগো থাকবে।
# বিশেষ সুবিধা
উদ্বোধনী ও সমাপনী দিবসে স্পন্সর কর্তৃপ উপস্থিত থাকবে।
তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালার সম্ভব্য খরচের বিবরণ
সংবাদ সম্মেলন ও আপ্যায়ন - ১০,০০০/-
জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন - ৫০,০০০/-
হল ভাড়া (৩দিন) - ১৫,০০০/-
বই চারকালার প্রচ্ছদ(৫০০) - ৬০,০০০/-
পোষ্টার চারকালার (১০০০) - ১৫,০০০/-
কবিতার ফ্রেম চারকালার (৪০) - ৪০,০০০/-
দাওয়াত পত্র চারকালার (২৫০) - ৮,০০০/-
র্যালীর জন্য টি-শার্ট (৫০০) - ২০,০০০/-
ক্রেস্ট (২২) - ১০,০০০/-
অংশগ্রহণ সনদ চারকালার (২০) - ১০,০০০/-
মাইকিং (৩দিন) - ২,০০০/-
মঞ্চের ব্যানার চারকালার (ডিজিটাল ২) - ৫,০০০/-
ব্যানার (নরমাল ৫) - ১০,০০০/-
সাউন্ড সিষ্টেম ডিজিটাল (৩দিন) - ১০,০০০/-
ডেকোরেশন (গেইট, ফেস্টুন ও বোর্ড সহ) - ৪৫,০০০/-
অতিথি আপ্যায়ন (৩দিন) - ৩০,০০০/-
বিবিধ - ৩০,০০০/-
সর্বমোট - ৩,৭০,০০০/-
উপরোক্ত বর্ণনা ও খরচের বিবরণ বিবেচনা পূর্বক প্রস্তাবিত `অন্যমাত্রা কবিতা প্রদর্শনী-২০০৯' আয়োজনে আর্থিক সহযোগীতা করে শিল্প ও সাহিত্যে পৃষ্ঠপোষকতা করার জন্য আহবান জানাচ্ছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।