বেঁচে থেকেও আমি মৃত; কিছু না লিখতে জেনেও কবি............
সাঝ বেলায় হেঁটে চলা খালি পা
দলাতে গিয়েও আবার মুখ ঘুরিয়ে নেয়া
আড়চোখে ছন্দ ভোলা নির্জনতা; নিবির নিস্কলঙ্ক
পরিনতি দেখে দু চোখ বন্ধ করা উপহাসের হাসি; অবহেলা;
প্রনান্তে নাদুস নুদুস রাতের পাখির অঝড় কলকলানী
হারিয়ে আবার খুঁজে ফেরা গহীন বনের আড়ালে
নগ্ন পথিক হেঁটে চলে নিরব কোলাহলে
স্বপ্নবাজ ডানা মেলা পাখি পথ ভূলে
নীল ক্ষেত; সবুজ প্রান্তর ভূলে ছুটে চলে
থামাতে গিয়ে মত্ত শিকারীর ঘর্দমাক্ত শরীর অশরীর
একান্তে চোখ বন্ধ করে পীতিম জ্বালায়; দিনের ফ্যাকাশে আলোয়;
অগোচরে ছুটে চলা হুতুম পেঁচার জোর্তিময় নিস্পাপ দুই চোখ
বন্দি দরজায় গ্রাম্য মেয়ের লুকোচুরি প্রেমের আসর
চোখ বন্ধ পথ হারা নগ্ন পথিকের আগামী
ধুলোমাখা সেইসব নগ্ন পথের কোলে
বৃদ্ধ আবাল বনিতা; প্রশান্তির ঢেকুর তোলে
ক্লান্ত শরীর অনুতপ্ত হৃদয়ের হাতে বন্দি হবার সাধ
হাসতে হাসতে আবার রক্ত মাংস বিলিন করা দুরন্ত চারপাশ
সবকিছু ছাপিয়ে অজানার কাছে হাত বাড়ানো বৃদ্ধ
ভূলতে গিয়েও আবার মনে করিয়ে দেয়া
নগ্ন পথের পথিকের নগ্নতা; নগ্নতা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।