আমাদের কথা খুঁজে নিন

   

পিনাক রঞ্জনকে থুথু নয় লাথি দিতে বলেছে বিএনপি

ভালোবাসি ফুল, চাঁদ, শিশু আর বাংলাদেশ। রাজাকার-মৌলবাদীরা ১০০ হাত দূরে থাকুন।
পিনাক রঞ্জনের প্রত্যাহার চেয়েছে বিএনপির সংসদীয় দল বি: দ্র: কয়দিন আগে আমার ব্লগে (৫ জুন) এই লোককে উল্টাপাল্টা বক্তব্যে জন্য থুথু মারতে বলেছিলাম, আজ বিএনপি বলেছে বহিষ্কার, মানে পাচায় লাথি দিয়ে বিদায়। পড়ুন বিডি নিউজের সংবাদ। ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর প্রত্যাহার চেয়েছে প্রধান বিরোধী দল বিএনপির সংসদীয় দল।

তবে এক্ষেত্রে সরকার কিংবা ভারত নির্দিষ্ট করে কারও প্রতি দাবি না জানিয়ে বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক মঙ্গলবার বলেছেন, কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দেওয়া এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে 'নাক গলানো'র জন্য পিনাক রঞ্জনকে প্রত্যাহার করা হোক। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিরও কড়া সমালোচনা করেছে বিএনপি। সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে জয়নুল আবদিন বলেন, "গত ২১ জুন বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সোসাইটির উদ্যোগে ঢাকায় 'দক্ষিণ এশিয়া কানেকটিভিটি : বাংলাদেশ পার্সপেক্টিভ' শীর্ষক এক সেমিনারে ভারতীয় হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে টিপাইমুখ বাঁধের বিরোধিতাকারী বাংলাদেশের পানি বিশেষজ্ঞদের 'সো-কল্ড এক্সপার্ট' বা তথাকথিত বিশেষজ্ঞ বলে বিরূপ মন্তব্য করেছেন। বিগত বিএনপি সরকার সম্পর্কেও তিনি অশোভন কটূক্তি করেছেন। "অনেকদিন ধরেই এই কূটনীতিক প্রচলিত রীতিনীতি ও কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে বক্তব্য দিয়ে চলেছেন।

তাই আমরা অবিলম্বে পিনাক রঞ্জন চক্রবর্তীকে বাংলাদেশ থেকে প্রত্যাহার দাবি করছি। " বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, "বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পিনাক রঞ্জন চক্রবর্তীর আচরণ ও মন্তব্য বলগাহীন হয়ে উঠেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাকে সর্তক করা কিংবা প্রতিবাদ জানানোর প্রয়োজনও অনুভব করছে না। "উদ্বেগের বিষয় পিনাক রঞ্জন পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতেই এবার চরম আপত্তিকর মন্তব্য করেছেন। তার এসব মন্তব্য অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর শামিল।

ভারতীয় হাইকমিশনারের এরূপ মন্তব্য দুই দেশের সম্পর্কের অবনতির নিয়ামক বলে মনে করি আমরা। " সেমিনারে পিনাক রঞ্জন চক্রবর্তীর করা মন্তব্য শুনেও 'চুপ' থাকার জন্য পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সমালোচনা করে বিএনপির সংসদীয় দল। জয়নুল আবদিন বলেন, "পিনাক রঞ্জনের বক্তব্যের সময় উপস্থিত থেকেও পররাষ্ট্রমন্ত্রী এর কোনও প্রতিবাদ না করে অমার্জনীয় অপরাধ করেছেন বলে আমরা মনে করি। "এর মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষায় ব্যর্থ হয়েছেন। এমন মন্ত্রীর হাতে দেশের মর্যাদা রক্ষা সম্ভব নয়, তা আবার প্রমাণিত হলো।

" বিএনপির সংসদে না যাওয়ার বিষয়ে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, "সংসদে বিরোধী দলকে প্রথম সারিতে সম্মানজনক আসন এবং বিরোধীদলীয় নেতার বাসাভবনে প্রবেশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, নিরাপত্তাসহ বিভিন্ন সমস্যার সমাধান করা হলেই আমরা সংসদে ফিরে যাব। " সংবাদ ব্রিফিয়ে অন্যদের মধ্যে সাংসদ বরকতউল্লাহ বুলু, এ এম মাহবুবুউদ্দিন খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নাজিম উদ্দিন আহমেদ, এ বি এম আশরাফ উদ্দিন, সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া ও শাম্মী আখতার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৫৫ ঘ.
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.