বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতের তিনটি জাহাজ অনুপ্রবেশের ঘটনায় গতকাল সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশের জলসীমা থেকে ভারতের জাহাজ চলে যাওয়ার কোনো খবর আমরা এখোনো পাইনি। তিনি বলেন, ভারতীয় হাইকমিশনারকে ডেকে বলা হয়েছে সমুদ্র সীমা নির্ধারণ না হওয়া পর্যš- খনিজ সম্পদ অনুসন্ধান কাজ বন্ধ খতে। তবে আলোচনার মাধ্যমে দু‘দেশ এ সমস্যার সমাধান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী গতকাল সিঙ্গাপুর থেকে দেশে ফিরে বলেছেন, দীর্ঘ ২২ বছর বছর পর চলতি বছরের সেপ্টে¤¦র মাসে আমরা ভারতের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণের ব্যাপারে আলোচনা শুরু করেছি।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে শাšি-পূর্ণ আলাপ-আলোচনা ও কূটনৈতিক উদ্যোগের মধ্য দিয়ে এ ব্যাপারে উভয়পরে নিকট গ্রহণযোগ্য একটি সমাধান বেরিয়ে আসবে। এ জাতীয় পরিস্থিতিতে বাংলাদেশ যেমন আš-র্জাতিক রীতিনীতি মেনে চলে, আমাদের প্রত্যাশা থাকবে, আমাদের সকল প্রতিবেশিরাও তেমনই আš-র্জাতিক রীতিনীতি মেনে চলবেন। সে আলোকে দু’দেশের মধ্যে সমুদ্রসীমা নির্ধারণ চূড়াš- হওয়ার পূর্ব পর্যš- ভারত যাতে জরিপ কাজ স্থগিত রাখে সে ব্যাপারে আমরা অনুরোধ জানিয়েছি।
ভারতীয় হাইকমিশনার বলেন, যে অঞ্চলে খনিজ সম্পদ অনুসন্ধানের কাজ করা হচ্ছে সেখানে ভারত ও বাংলাদেশের অধিকার রয়েছে। তাছাড়া ভারতীয় কোনো যুদ্ধ জাহাজ সেখানে নেই।
তবে ভারতের সার্ভে জাহাজ রয়েছে। এ ব্যাপারে দু‘দেশের মধ্যে কোনো প্রকার উত্তেজনা সৃষ্টি হয়েছে কিনা এরকম প্রশ্নের জবাবে পিনাক রঞ্জন বলেন, উত্তেজনা মনে হয় রয়েছে। বা¯-বে উত্তেজনা সৃষ্টি করতে চাইলে ভারত পে অন্য পদপে নেয়া অসম্ভব ছিল না। নির্বাচনের আগে এ ধরণের ঘটনা নির্বাচনে কোনো প্রকার প্রভাব ফেলবে কিনা এ সম্পর্কে তিনি বলেন এটা সম্পূর্ন ভাবে বাংলাদেশের অভ্যš-রীণ ব্যাপার। তিনি পররাষ্ট্র সচিবকে সমুদ্রসীমা নির্ধারণের জন্য অচিরেই দিল্লিতে বাংলাদেশের একটি টেকনিক্যাল টিম পাঠানোর আহ্বান জানিয়েছেন।
এ প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, এ ধরনের একটি টিম পাঠাতে এক মাসের মতো সময় লাগবে।
বৃহস্পতিবার সন্ধ্যার পর খনিজ অনুসন্ধান জরিপ শুরু করতে ভারতীয় জাহাজ তিনটি বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে। রাতেই বাংলাদেশ নৌবাহিনী ভারতের ওই অনুপ্রবেশের প্রতিবাদ জানায়
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।