আমাদের কথা খুঁজে নিন

   

টিপাইমুখ বাঁধ নির্মাণ নিয়ে পিনাক রঞ্জনের বক্তব্যের প্রতিবাদ জানাই

জানি আমি তোমার দু'চোখ আজ আমাকে খোঁজে না আর পৃথিবীর পরে

(((টিপাইমুখ বাঁধে বাংলাদেশের ক্ষতি হবে না: পিনাক রঞ্জন))) ভারতের টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্পে পানি আটকে রাখার বাঁধও নির্মাণ হবে বলে প্রথমবারের মতো স্বীকার করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। তবে এতে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না বলে জানান তিনি। মঙ্গলবার সচিবালয়ে নৌ-পরিবহন মন্ত্রী আফসারুল আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ------------------------------------ পিনাক বাবুর বক্তব্য শুনে মনে পড়ে গেল সেই ফারাক্কা বাধের কথা। ভারত ফারাক্কা বাধ যখন নির্মাণ করে তখনও বলেছিল, এই বাধ হলে বাংলাদেশের কোনো ক্ষতি হবেনা। আর আজ পিনাক বাবু বলছেন, টিপাইমূখে বাধ হলে বাংলাদেশের কোনো ক্ষতি হবেনা। পিনাক বাবুর এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই, ক্ষতি হবে কি হবেনা আমরা বুঝি, আপনারা বন্ধ করুণ টিপাইমুখ বাধ নির্মাণ কার্যক্রম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.