আমাদের কথা খুঁজে নিন

   

নারীত্বের মাসুল

কুড়াই প্রহরব্যেপে স্মৃতিলগ্ন ধূলি

শতাধিক নাম নিজে রেখেছো দখলে বলেছো বারংবার নানা ছুঁতা-ছলে। কিন্তু কেবল এক মরিয়ম বিনে আর কোনো আওরত ছিলো না জমিনে? কতেক নারীর কথা বটে ইশারায় নিছক বয়ান করে সেরে নিছো দায়। তাই তুমি পুরুষের দেমাকের খুঁটি সেই বলে চেপে ধরে নারীর সে টুটি। বেয়াড়া বিবেক বসে মাঝে মাঝে বেঁকে সোয়ালের শর এসে বিঁধে একে একে। নির্জনে দ্বিধা জাগে মতনে-সনদে শিকোয়ার সুর সাধে আলাপে-ধ্রুপদে। একটা নারীও নেই নবি বা রাসূল নারী ফের দেবে এর উসুল-মাসুল?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।