ক খ গ ঘ ঙ
যৌন হয়রানী সঙ্ক্রান্ত বেশ কিছু পোস্ট চোখে পড়লো গত কয়দিনে। তবে এটা যে নতুন কিছু নয়, তা সবাই জানেন। সংবাদপত্রের পাতায় সেই ছোটকাল থেকেই একই ভাবে দেখে আসছি, ঘৃণা করে আসছি, প্রতিকার চেয়ে আসছি - কিন্তু তা একই ভাবে চলেও আসছে। সংবাদপত্রের সংবাদের উপর বৃহত্তর পরিষরে তেমন আলোচনার সুজোগ না হলেও, ব্লগে অনেকেরই মতামত লক্ষ্য করলাম। অনেকেরই মধ্যে লক্ষ্য করলাম যৌন হয়রানী সঙ্ক্রান্ত বিষয়ে দেশকে বা ধর্মকে ছোট করার প্রবনতা।
আর এই কারনেই আমার এই লিখা।
আমাদের অনেক সমস্যা আছে যেকারনে আমাদের দেশকে ছোট করে দেখতেই হয়। আমাদের দেশের মানুষ গরীব, তারা তুলনামূলক ভাবে বেশি শিক্ষিত নয়, এখানে চুরি-ডকাতি-ছিনতাই বেশি, ঘুষ-দুর্নিতি বেশি এমন হাজারো উদাহরণ তো দেয়াই যায়। নারীত্বের অবমাননাও এরকম একটা বিষয়। তবে একারনে বাংলাদেশকে অন্যান্য দেশের চেয়ে ছোট করে দেখলে তা মানতে পারি না।
এর সাথে ধর্মকে জড়ালে তাও প্রতিবাদযোগ্য।
যে ছবিটি দেখছেন তা ইউরোপের অনেক বড় বড় শহরের একটা সাধারন চিত্র। দিনের বেলায় ছবিটা তুলেছিলাম বলে দোকানটা বন্ধ ছিল। কিন্তু drink এর মেনুর সাথে সাথে girl এর একই রকম মেনু দোকানের বাইরে ঝুলানো থাকায় তা চোখে অবশ্যই পরেছিল। এর পর আমি তো দাবী করতেই পারি ইউরোপিয়ানরা আমাদের বাংলাদেশিদের মতো এতোটা নারীত্বের মর্যাদা দিতে শিখেনি।
হতে পারে ওদের দেখাদেখি মর্যাদার সংগা বাংলাদেশেও বদলে যাবে একদিন।
আমস্টার্ড্যাম এর রেড লাইট ডিস্ট্রিক্ট এর চেয়েও বাংলাদেশের অনেক কিছুকেই খারাপ বলার চেস্টা করেছেন কেউ কেউ। বাসে, ট্রেনে, ফুটপাথে বা বইমেলার ভিরের মধ্যে মেয়েদের শরীর ছোয়ার মতো বাজে ঘটনে ঘটলেও এর সাথে আমস্টার্ড্যাম এর তুলনা করাটাকে মানতে পারি না। এটা বাংলাদেশকে অনেক বেশি ছোট করা যা তার প্রাপ্য নয়।
আমস্টার্ড্যাম এর রেড লাইট এরিয়ার রাস্তার উপর দোকানে দোকানে কাচের সোকেসে জীবন্ত নগ্ন মেয়ে সাজানো।
মানুষ সেখানে রাস্তার উপর থেকে দর দাম করে মেয়ে কিনে। নারীত্বের অবমাননার এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? আমি বিশ্বাস করি না এই মেয়েগুলো এই কাজে মজা পাচ্ছে। তাদের বুকে জমে আছে গভীর বেদনা। ধনী ইউরোপের দেশের মেয়েগুলো তো এ কাজ করছে না। এ কাজ বাধ্য হয়ে করছে গরীব পূর্ব ইউরোপের দেশের মেয়েরা।
হতে পারে আমস্টার্ড্যাম এর রেড লাইট এরিয়ার রাস্তার কোন মেয়ে ঢাকার মতো হয়রানীর স্বীকার হয় না। তাই বলে ঢাকাকে এই বিষয়ে আমস্টার্ড্যাম এর চেয়ে হেয় করা যায় না।
কেউ কেউ আবার মুসলিম দেশগুলোতে গনহারে যৌন হয়রানীর সমস্যা খুজে পেয়েছন। উপরে যে উদাহরণ দিলাম তার মতো এতোটা নীচতা অবশ্য আমি কোন মুসলিম দেশে লক্ষ্য করিনি।
পশ্চিমা দেশগুলোতে বিবাহ বহির্ভুত সম্পর্ক টিকে রাখার জন্য মেয়েদেরকে পুরুষদের কাছে যতোটা নীচে নামতে হয় তার সাথে বিবাহিত জীবনের কোন তুলনা হয়না।
কিছু নির্যাতনের ঘটনা থাকলেও বাংলাদেশকে আমি এগিয়েই রাখবো।
আমার এই লিখার উদ্দেশ্য এটা নয় যে বাংলাদেশে হয়রানীর যে সমস্যা তা ছোট বা এটা নিয়ে আমাদের তেমন কিছু করাটা জরুরী নয়। আমি শুধু বলতে চাছ্ছি অনেক বিষয়ে বাংলাদেশকে পশ্চিমাদের চেয়ে ছোট করা গেলেও, এ বিষয়ে তা মেনে নেয়া যায় না। বাংলাদেশের মানুষ হিসাবে আমি নিজে অন্তত: এই বিষয়ে গর্ববোধ করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।