আমাদের কথা খুঁজে নিন

   

আহমদ মাতার : ইরাকী কবি

আমি নই, কবিতাই বরং আমাকে সৃষ্টি করে-আহমাদ মাত্বার

আহমদ মাতার, জন্মেছিলেন ইরাকের এক নিভৃত গ্রাম-তানুমায় ১৯৫৪ সালে। দশভাইবোনের মধ্যে চতুর্থ আহমদ মাতার বসরার অদূরে এই পল্লীতে তার শৈশব কাল যাপন করেন। পরবর্তিতে কবির পরিবার ‘আসমায়ী’-নামক পল্লীতে চলে যায়। কবির বাল্যকাল কাটে এই মহল্লায়। এখানকার পরিবেশ, গাছ-গাছালী, নদী ও পুকুরের শান্তি কবির বাল্যমানসকে বিবশ করে রেখেছিল।

পরবর্তীকালেও এই বিবশতা অব্যাহত থাকে। বেশ ছোট্ট- প্রায় ১৪ বছর বয়সে তার কবিতায় হাতেখড়ি। রোম্যান্ট্যিকতা ও প্রেমকাব্য- কবিতার এই প্রথাগত ছায়া তার প্রথম দিকের কবিতাজুড়ে প্রভাব বিস্তার করেছিল। প্রথার এই গন্ডি থেকে, শোষক-শোষিতের চিরন্তন দ্বন্ধ- তাকে বেরিয়ে আসতে সাহায্য করে। স্বভাবতই তিনি, তার কাব্য হয়ে উঠে শোষকের বিরুদ্ধে, শোষিতের অবলম্বন; কবিতাজুড়ে বিরাজ করতে থাকে ােভের ব্যগ্রতা।

শোষিতের শেষ টলমল অশ্র“, আর তাজা টকটকে খুনের স্বার্থক প্রতিনিধিত্ব ছড়িয়ে আছে তার কবিতাজুড়ে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।