সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..
শাবুল আহমেদ, বিয়ানীবাজার:
শত শত মানুষের মিলনমেলায় গতকাল দুপুরে বিয়ানীবাজার উপজেলার পিএইচজি হাই স্কুল মিলনায়তন হয়ে উঠেছিল মুখরিত। কার্যত আপন আলোয় আলোকিত শিক্ষাবিদ আলী আহমদসহ চারজনকে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা জানাতে এখানেই আয়োজন করা হয় হিস্টোরিয়ান ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।
বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল খালিক মায়ন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁদের হাতে এ সম্মাননা পদক তুলে দেন।
একাডেমির প্রধান উপদেষ্টা লেখক ও গবেষক মো. ফয়জুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. সুলতান কবীর, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক একেএম গোলাম কিবরিয়া, পিএইচজি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন।
অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানে জন্য পিএইচজি হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আলী আহমদকে শিক্ষকতায়, মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার ও গাল্পিক আব্দুল মালীক ফারুক, সংবাদপত্র এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ও বিয়ানীবাজার রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক ছাদেক আহমদ আজাদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড গ্রহণ করেন। এ সময় সাহিত্য চর্চায় বিশেষ অবদানের জন্য মনোনীত মাসিক মুকুল সম্পাদক লুৎফুর রহমান প্রবাসে থাকায় পক্ষে তাঁর পিতা এ সম্মাননা গ্রহণ করেন।
শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির প্রসার ঘটিয়ে আলোকিত বিয়ানীবাজার গঠনের প্রত্যয় ব্যক্ত করে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল খালিক মায়ন বলেন, যে সমাজে গুণীজনের সমাদর নেই, সেখানে কখনো গুণীজন জন্মায় না। তিনি বলেন, পঞ্চখন্ড তথা বিয়ানীবাজারের হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যকে বিশ্বের মানচিত্রে তুলে ধরতে অর্থ বিত্তের পাশাপাশি সৃজনশীল কর্মকান্ডে তরুন সমাজকে আরো অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে গোলাম কিবরিয়া বলেন, দেশ স্বাধীন হলেও এখনো আমরা এর পর্যাপ্ত সুফল ভোগ করতে পারিনি।
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে পারলে মুক্তিযোদ্ধাদের ত্যাগ সার্থক হবে। তিনি আরো বলেন, জাতির বিবেক সাংবাদিকদের নৈতিক মুল্যবোধ জাগ্রত করে অসংকোচ প্রকাশে নির্ভীক থাকলে সমাজ তাঁদের ভালো কাজের স্বীকৃতি দিতে কখনো কার্পণ্য করে না।
একাডেমীর বিয়ানীবাজার শাখার প্রেসিডেন্ট আহমেদ শামীম এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রভাষক ফয়ছল আহমদ। বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও মাথিউরা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান খান, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, সাপ্তাহিক বড়লেখা পত্রিকার সম্পাদক এমএম আতিকুর রহমান, কলামিষ্ট ও ব্যাংকার সুহেল ইবনে ইসহাক, সংগঠনের সিলেট বিভাগীয় সমন্বয়কারী মিসকাত আহমদ, মাওলানা একেএম আব্দুল করিম হাক্কানি, ইসতিয়াক আহমদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি নৃপেশ রঞ্জন আচার্য্য, মাথিউরা সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা কামাল হোসেন আল মাথহুরী, সাপ্তাহিক দিবালোক পত্রিকার বার্তা সম্পাদক শাবুল আহমেদ, কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি আহমেদ ফয়সাল, সাপ্তাহিক সম্ভাবনা পত্রিকার সম্পাদক মাছুম আহমদ, রোটারী ক্লাব অব বিয়ানীবাজারের প্রেসিডেন্ট আজহার হোসেন রিফাত, আব্দুল ওয়াসিম রিপন প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে এসএসসিতে এ+ প্রাপ্ত দশ জন, এইচএসসিতে এ+ প্রাপ্ত তিন জন, রচনা, কবিতা ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।