আমাদের কথা খুঁজে নিন

   

আবেগহীন ভালোবাসা

বেঁচে থেকেও আমি মৃত; কিছু না লিখতে জেনেও কবি............

জানিনা, এমন করে ভালোবাসবে কিনা কেউ তোমার তিরস্কারগুলি পুরস্কার ভেবে ফুঁ দিয়ে উড়িয়ে দেবে। কাজল কালো তোমার চোখের বাঁধ না মানা জল শুষে নেবে এক নিমিষে। তোমার ঠোটের সু বিরক্তগুলো নিশ্চিহৃ করে দেবে হাসি দিয়ে। জানিনা, এমন করে ভালোবাসবে কিনা কেউ এলোমেলো তোমার ভোমর কালো চুলে হাত বোলাবে তেল মাখিয়ে প্রশান্ত করবে দুপুরের রোদ বা রাতের আধারে। কলেজ ফেরা তোমার কান্ত শরীর হাওয়া দিয়ে ভড়িয়ে দেবে আদর দিয়ে জড়িয়ে নেবে। জানিনা এমন করে ভালোবাসবে কিনা কেউ রবিহীনা তোমার প্রতিটি ভোরে আলো জ্বালাবে। সন্ধ্যের সূর্য ডোবার পড়ে হারিকেন নিয়ে দাড়াবে তোমার শিয়রে। তুমি অবাক হবে, অবাক ভালোবাসা চাইবে আবেগহীন এক ভালোবাসার অবতারনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।