আমি এখনো বন্ধু ভালোবাসি....যে যেখানে....আমি কল্পনায় খুঁজে পাই আমার সেই যে নানা রঙের দিনগুলি......দুর্দান্ত ক্যাম্পাস জীবন আমার....আমার ....প্রিয় ঢাকা, আমি তোমার শহরের দারুন গরম ভালোবাসি......বৃষ্টি হলেই আমার মন কেমন করে....আমি জানি আমার এই যাপিত জীবনে রয়েছে শহরে ফেরার কাঙ্খা এখানেও বাড়ির ছাদে দাঁড়ালে সন্ধ্যারাতে চারপাশের ফসলের মাঠে হাজার জোনাকি জ্বলে কিন্তু আমার নাগরিক মন বলে শহরের কিছু চেনা মুখ মিস করছি ভীষণ....এখানেও কাবতা পড়া যায় কিন্তু কেবল একার কন্ঠ....ভালোলাগেনা......এখানে মাঝরাতে চাঁদ এসে লজ্জাহীনভাবে আমার দিকে তাকায়...তবু কি আমার ভেতর নিয়ন আলোর তৃষ্ণা কাজ করেনা.......এ দ্বৈরথ জীবন ঈশ্বর দিবে যদি তবে কেন ভালোবাসিবার দায়...........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।