আমাদের কথা খুঁজে নিন

   

বহুদিন পরে, সামহোয়্যারে

যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে

ক্যামনে ক্যামনে ঝড়ের বেগে উইনিভার্সিটির প্রথম কোয়ার্টার শেষ হওয়ার পরপরই ঘুরান্তির অনেকগুলা সুযোগ করায় ব্যস্ততার লেজটা বেড়েই চলছে। ঈদ পর্বে গিয়েছিলাম উত্তর ক্যালিফোর্নিয়ার নাপা ভ্যালিতে। সেখানে অনেক বিরান জায়গা পোপ ভ্যালিতে একটা স্পিরিচুয়াল রিট্রিটে একটা কমিউনিটিতে ঈদ পর্ব পালন ছিলো খুব অন্যরকম। এরপরে ক্রিসমাসে দাওয়াত ছিলো স্যান ডিয়াগোর কাছে ইস্কুন্ডো নামের একটা শহরের বাইরে একটা ফার্মে। লস এ্যাঞ্জেলেসর ব্যস্ততার বাইরে একেবারে গ্রাম গ্রাম জায়গায়, তার উপরে ফ্যামিলি ফার্ম যেখানে মুরগী, ফল ফলাদির চাষ, চেরী, কমলার বাগান - সবমিলিয়ে খুব শান্তিময় জায়ঘা।

আমেরিকায় আমার প্রথম ক্রিসমাস পালন খুব স্মরনীয় রাখার পেছনে পুরো কৃতিত্ব্ আমার বন্ধু ব্রেন্ডা আর ওর স্বামী জনের। ছুটি শেষ হওয়ার আগে আগে শেষ ভ্রমন হিসেবে এখন সুমন (ব্লগার এস এম মাহবুব মুর্শেদের) বাড়ি, এ্যারিজোনায়। আমার এক চাচাতো বোন আর বোন জামাইয়ের বাড়িতে বেড়াতে আসতেই এখানে আসা যার শুরুটায় সুমন আর ওর বৌ মৌটুসীর বাড়িতে একরাত কাটানোর মতলব। ইতিমধ্যে ওদের ইউনিভার্সিটি ঘুরে, ভরপেট খিচুড়ি মুরগী, অত:পর পায়েশ পর্বের পর এখন রাত্রিকালীন ভ্রমন পর্বের প্রস্তুতি চলছে। অনেকদিন পরে একটু ফুরসত পেয়ে মৌটুসীর ল্যাপটপে বসে সামহোয়্যার ইনে ঢুকে বেশ ভালো লাগলো।

বোধহয় সামহোয়্যারে লেখালেখির পরে সবচে বড় ব্রেক (প্রায় তিন কি চার মাস বাদে) এর পরে আবার লগ ইন করা। চোখে পড়ছে প্রচুর পরিবর্তন। বিশেষ করে সতেজ সবুজ শিরোনাম গ্রাফিক্সটা ভালো লাগলো। গ্রুপ ব্লগের কনসেপ্ট চালূ হবে হবে, হয়ে গেছে দেখলাম। ইন্টারফেসে আরো অনেক পরিবর্তন যার সব এখনো ঘাটা হয়নি।

বহুদিন পরে, সামহোয়্যারে নিরন্তর শুভেচ্ছা সবাইকে। শুভ নববর্ষ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।