আমাদের কথা খুঁজে নিন

   

বহুদিন পরে

রক্ত চাইলে রক্ত নে, রাজাকার মুক্ত বাংলাদেশ দে...

বহুদিন দেখিনি তোমায়, তোমার ডাগর কালো চোখ দেখে, লিখা হয়নি আর কোন কবিতা, শেষ কবে লিখেছিলাম মনে নেই তা-ও। তোমার ঠোট আলতো করে ছুয়ে যায়নি আমার মলিন ঠোট দুটো, তা-ও বহুদিন, অব্যক্ত ভালো লাগায় মৃদু কেঁপে কেঁপে ওঠা তোমার ঠোট দেখিনি বহুদিন। বহুদিন তোমার হাতে রাখা হয়নি আমার এই হাত, শিশির ভেজা ঘাস মাড়িয়ে হেটে যাওয়া হয়নি কোন নিভৃত ঠিকানায়। এখন আমার দুচোখ দেখে, জেগে ওঠা শত শত ইটের পাহাড়। সহস্র চোখের ভিড়ে, তবুও হারিয়ে যায়নি তোমার ডাগর চোখ, তবুও আজও ভুলে যাইনি তোমার ঠোটের ছোয়ায় জেগে ওঠা শিহরণ কারো হাতে হাত রেখে-ও এই বুকে ওঠেনি দুরু দুরু কাঁপন; হয়তো তুমি আমারই ছিলে, একান্তই আমার আপন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।