বহুদিন পর সূর্য দেখছি
দেখছি সূর্যের আলো
থরে থরে থরে, সাজানো যে ছিল
কতশত মেঘ কালো।
একটি জানালা, দুইটি কপাট
জানালার পাশে জঙ্গল
লাউয়ের মাচায়, ভেজা মাটিতে
সবুজ পাতার দঙ্গল।
বৃষ্টি হয়েছে, বৃষ্টি শেষ
সোঁদা মাটি বুনো ঘ্রাণ
ঝরা পাতা সব, ঝরে গেছে আজ
জাগে সব নিষ্প্রাণ।
আমার ঘরে, রোদেরা আসে
বসে তারা বহুক্ষণ
দুয়ারের কোলে, খেলা করে তারা
উষ্ণতা অকৃপণ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।