আমাদের কথা খুঁজে নিন

   

দিলু নাসের এর ছড়া ঃ টিপাই বাধঁ এর প্রতিবাদ



টিপাই মুখে বাঁধ যদি হয় বাংলা হবে মরু শুকিয়ে যাবে সবুজ শ্যামল বৃক্ষলতা তরু ফারাক্কা বাঁধ চুষলো যেমন পদ্মা নদীর ধারা টিপাই খাবে তেমনি করে সুরমা কুশিয়ারা নদীর পানি ক্ষেতের জমি হয় যদি ছারখার লক্ষ কোটি মানুষজনের বাড়বে হাহাকার বাধেঁর পানি করলে ভারত নিজ হাতে কন্টোল যখন তখন আসবে দেশে বানের ঘোলা জল বানের জলে বাঁধের যদি হয় কোন দিন ক্ষয় বাংলা নামের দেশের হবে ভীষন বিপর্যয় রুখতে হলে মরণ ঝুকি দেশের মানুষের দেশ বিদেশে বীর বাঙালি জাগতে হবে ফের সবাই মিলে ঐক্য গড়ে করলে প্রতিবাদ বন্ধ করা যাবে ঠিকই টিপাই মুখে বাঁধ প্রতিবাদে কন্ঠ আবার ছাড়লে সবে জোরে উঠবে কাঁপন ঢাকা এবং দিল্লি শহর জুড়ে ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।