আমাদের কথা খুঁজে নিন

   

নিজেকে বদলাতে হবে আগে



বিষয়টির সাথে সম্পৃক্ত একটি ছবির চিত্র হয়তো এতোক্ষণে সবার মনে পড়ে গেছে যেখানে, বাসের মহিলা সীটে ৩ জন পুরুষ যাত্রী বসে আছে তাদের একজন আঁড় চোখে বাসের রড ধরে দাড়ান বৃদ্ধ মহিলার দিকে তাকিয়ে আছে । এমন চিত্র প্রতিদিন আমরা কোন না কোন ভাবে প্রত্যক্ষ করি । শুধু কি তাই আমরাই তো (পুরুষ যাত্রী) এ চিত্রের খল নায়ক । আমার মনে পড়ে আজ থেকে ৫/৭ বছর আগেও যাত্রীদের দেখতাম যখনই কোন মহিলা বাসে সীট খালী না থাকায় দাড়িয়ে আছেন তাকে পুরুষ যাত্রীদের অনেকেই তাদের সীট ছেড়ে দিয়ে আগে মহিলা যাত্রীদের বসার ব্যাবস্থা করতেন । আর এখন ? বাসে মহিলা যাত্রীদের জন্য ড্রাইবারের পেছনে ৬/৯টি সীট নির্দিষ্ট করা থাকলেও আমাদের (পুরুষ যাত্রী) অনেকেই বেহায়ারমত উক্ত সীটগুলো দখল করে বসে থাকি । নিলর্জ্জের মত অনেকে (পুরুষ যাত্রী) তর্কেও লিপ্ত হই । অথচ মহিলাদের সীট ছেড়ে দিয়ে সামান্য সময়ের জন্য একটু কষ্ট শিকার ইচ্ছা করলেই আমরা করতে পারি । আসুন আজ থেকে আমরা নিজেকে একটু একটু করে বদলাতে চেষ্টা করি । তবেই আমাদের সমাজ আবার সহমর্মীতায় উজ্জীবিত হবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.